ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় কাটাচ্ছেন মরিনিয়ো

ইংলিশ প্রিমিয়ার লিগ অথবা চ্যাম্পিয়ন্স লিগ-কোথাও ভালো ফল পাচ্ছে না চেলসি। একের পর এক হার আর ড্রয়ে নাজেহাল স্ট্যামফোর্ড ব্রিজের দলটি। কোচ জোসে মরিনিয়ো মনে করেন, নিজের কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় কাটাচ্ছেন তিনি। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2015, 08:00 AM
Updated : 3 Oct 2015, 08:25 AM

প্রিমিয়ার লিগে ৭ ম্যাচে কেবল দুটি জয় পেয়েছে চেলসি। বাকি পাঁচ ম্যাচের তিনটিতে হার, দুটি ড্র। সব মিলিয়ে ৮ পয়েন্ট নিয়ে চতুর্দশ স্থানে আছে গত মৌসুমের চ্যাম্পিয়নরা। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচটি জিতলেও দ্বিতীয় ম্যাচে হেরে গেছে তারা। 
 
প্রসঙ্গটি উঠতেই মরিনিয়ো এর উত্তর দেন তার স্বভাবসুলভ ভঙ্গিতে। 
 
“আমি এটাকে অসাধারণ এক অভিজ্ঞতা হিসেবে নিচ্ছি-এমন একটা অভিজ্ঞতা, আমি যার পুনরাবৃত্তি চাইব না।”
 
ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার নিজেদের মাঠে সাউথ্যাম্পটনের মুখোমুখি হবে চেলসি। ম্যাচের আগের দিন চেলসিতে সুদিন ফিরে আসার বিশ্বাসের কথা বলেন মরিনিয়ো। 
 
“গত দুই মাস আমি মুখ খুলিনি এবং আমি এটা ধরে রাখব। একদিন আমিও কথা বলব এবং সেই দিনটি আমি বেছে নেব।”