‘চোট-সমস্যা নিয়েও সবার ওপর বার্সা’

মৌসুমের শুরুর দিকে লিওনেল মেসিসহ গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় চোটে পড়লেও বার্সেলোনা সবার ওপরেই থাকবে বলে মনে করেন কোচ লুইস এনরিকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2015, 07:24 AM
Updated : 3 Oct 2015, 07:24 AM

সেভিয়ার মাঠে শনিবার স্পেনের লা লিগার ম্যাচে মুখোমুখি হবে বার্সেলোনা।

চোটের কারণে এই ম্যাচে বার্সেলোনা পাচ্ছে না লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা, রাফিনিয়া আর আদ্রিয়ানোকে। অনুশীলনে ফিরলেও গোলরক্ষক ক্লাওদিও ব্রাভোর খেলা নিশ্চিত নয় এখনও।

স্পেন ও ইউরোপের চ্যাম্পিয়নদের এসব প্রতিবন্ধকতা জয় করেই এগিয়ে যেতে হবে বলে মনে করেন এনরিকে।

“অনেক চোট নিয়ে এই ম্যাচের আগে দুই দলই সমস্যার মুখোমুখি। কিন্তু মৌসুম জুড়েই এই অবস্থা দেখা যায়। … এটা ফুটবলের অংশ।”

তবে এরপরও বার্সেলোনা সবার ওপরে থাকবে বলে দাবি করেন এনরিকে।

“আমরা কর্কের মতো, আমরা সবসময়ই ওপরে ভাসি।”

চোট আর ফর্মহীনতা মিলিয়ে এবার লিগে সেভিয়ার শুরুটা একদমই ভালো হয়নি। ৬ ম্যাচ শেষে ৫ পয়েন্ট নিয়ে ষোড়শ স্থানে আছে তারা। তবুও শুক্রবারের সংবাদ সম্মেলনে প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করার কথা জানান এনরিকে।

“কঠিন ম্যাচ আশা করছি আমি। …সেভিয়া আর তাদের কোচকে জানি বলেই (সেভিয়ার এই অবস্থা) আমাকে বিস্মিত করেছে।”

চোটের কারণে তারকাদের অনেকেই বাইরে থাকলেও বার্সেলোনার অন্যতম ভরসা হয়ে আছেন নেইমার। আন্তর্জাতিক ফুটবলে নিষেধাজ্ঞা কাটাচ্ছেন বলে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের আগামী দুটি ম্যাচে খেলতে পারবেন না তিনি। তারকা এই খেলোয়াড়ের বিশ্রাম পাওয়াটা বার্সেলোনার জন্য লাভজনক বলে মনে করেন এনরিকে।