গোল বন্যায় ভুটানকে ভাসাল উজবেকিস্তান

এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে উড়ন্ত সূচনা পেয়েছে উজবেকিস্তানের যুবারা। ‘এ’ গ্রুপের ম্যাচে ভুটানকে ৭-০ গোলে হারিয়েছে তারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2015, 01:33 PM
Updated : 2 Oct 2015, 01:33 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার দিনের প্রথম ম্যাচে উজবেকিস্তানের বড় জয়ে জোড়া গোল করেন বোবির আবদিক্সোলিকভ। ৭০ ও ৮০তম মিনিটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড।

একটি করে গোল করেন গফুরভ হুসনিদ্দিন, শারোফ মুকহিতদিনোভ. কোদিরকুলভ সানজার, আখমাদোভ জাখোনগির ও তুখতানিসোভ নুরিল্লো।

ম্যাচের শুরুতে গতি দিয়ে ভুটানের রক্ষণভাগে চাপ তৈরি করলেও সুযোগগুলো হাতছাড়া হচ্ছিল উজবেকিস্তানের। ৪২তম মিনিটে গোফুরোভের হেডে এগিয়ে যায় তারা। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় গ্রুপের ফেভারিটরা।

দ্বিতীয়ার্ধে গোলবন্যায় ভুটানকে ভাসিয়ে দেয় উজবেকিস্তান। এ অর্ধে পাঁচবার লক্ষ্যভেদের আনন্দে ভাসে দলটি। তবে ম্যাচ শেষের দলের জয়ে সন্তোষ জানালেও উজবেকিস্তান কোচ আবদুরাইমোভ জাসুর বলেন, “আরও গোলের আশা করেছিলেন আমি। তবে ছেলেদের খেলায় আমি সন্তুষ্ট।”

বাছাই পর্বে ১০ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ রানার্সআপ ২০১৬ সালে বাহরাইনে হওয়া এএফসি চ্যাম্পিয়নশিপের মূল পর্বে খেলবে। আর স্বাগতিক বাহরাইন এ আসরে খেলবে সরাসরি।