তাইওয়ানে দ্বিতীয় রাউন্ড শেষে তিনে সিদ্দিকুর

মারকারিস তাইওয়ান মাস্টার্সে দ্বিতীয় রাউন্ডে ছন্দে না থাকলেও যৌথভাবে তৃতীয় স্থান ধরে রেখেছেন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2015, 10:28 AM
Updated : 2 Oct 2015, 10:28 AM

পারের চেয়ে দুই শট বেশি খেলে শুক্রবার দ্বিতীয় রাউন্ড শেষ করেন সিদ্দিকুর। প্রথম রাউন্ডে পারের চেয়ে তিন শট কম খেলেছিলেন ৩০ বছর বয়সী এই গলফার। সব মিলিয়ে পারের চেয়ে এক শট কম খেলে আরও ৪ জনের সঙ্গে তৃতীয় স্থানে আছেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার।

দ্বিতীয় রাউন্ডে ছয়টি বার্ডি (পারের চেয়ে এক শট কম) করলেও ছয়টি বোগি (পারের চেয়ে এক শট বেশি) করেন সিদ্দিকুর। সাত নম্বর হোলে করেন ডাবল বোগি (পারের চেয়ে দুই শট বেশি)।

দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ছয় শট কম খেলে শীর্ষে আছেন ভারতের রশিদ খান।