এবার ঢাকায় আসতে শঙ্কা অস্ট্রেলিয়া ফুটবল দলের

অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিত হওয়ার পর ঢাকায় ফুটবল বিশ্বকাপের বাছাইপর্বের বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ আয়োজন নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2015, 03:02 PM
Updated : 1 Oct 2015, 03:02 PM

খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও এএফসিকে জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন (এফএফএ)।

অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশনের এক মুখপাত্র বলেন, “বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এফএফএ উদ্বিগ্ন। আগামী ১৭ নভেম্বরে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ডিএফএটি (ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড), সংশ্লিষ্ট সরকারি সংস্থা এবং বিশেষজ্ঞদের সঙ্গে এফএফএ আলোচনা চালিয়ে যাবে।”

ওই মুখপাত্র আরও বলেন, “এফএফএ আনুষ্ঠানিকভাবে বিষয়টি ফিফা ও এএফসির কাছে তুলেছে।”

ডিএফএটি নির্দেশনা পেয়ে শনিবার বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে বাংলাদেশ সফর পিছিয়ে দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। গত সোমবার ক্রিকেট দলের ঢাকায় আসার কথা ছিল। শেষ পর্যন্ত বৃহস্পতিবার বাংলাদেশে না আসার সিদ্ধান্তের কথা জানিয়ে দেয় সিএ।

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশে আসা নিয়ে কোনো অনিশ্চয়তা দেখছেন না বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

“এটি ফিফার টুর্নামেন্ট। আমরা কেবল তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করি। তবে, বাংলাদেশ অস্ট্রেলিয়ায় গিয়ে বাছাই পর্বের ম্যাচ খেলে এসেছে। আমরা আশা করি, তারাও বাংলাদেশে আসবে। এটা আমাদের (বাংলাদেশের) অধিকার।”

এশিয়া অঞ্চলের বাছাইপর্বের ‘বি’ গ্রুপে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। নিজেদের মাটিতে বাংলাদেশকে ৫-০ গোলে হারিয়েছে তারা। এক পয়েন্ট নিয়ে পাঁচ দলের মধ্যে পঞ্চম স্থানে আছে বাংলাদেশ।