ইউনাইটেডকে স্বপ্ন দেখাচ্ছেন ফন খাল

ম্যানচেস্টার ইউনাইটেডকে শিরোপা জয়ের স্বপ্ন দেখাচ্ছেন লুই ফন খাল। ২০১৭ সালে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে ইংল্যান্ডের ক্লাবটি চ্যাম্পিয়ন্স লিগ ও ইপিএল জিতবে বলে বিশ্বাস করেন ডাচ এই কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2015, 03:33 PM
Updated : 30 Sept 2015, 03:33 PM

ইউনাইটেডে আসার আগে ফন খাল কোচিংয়ের দায়িত্ব নেওয়া সবকটি ক্লাবকেই লিগ শিরোপা জিতিয়েছেন। ডাচ ক্লাব আয়াক্সকে ১৯৯৫ সালে চ্যাম্পিয়ন্স লিগও জেতান তিনি। আর ২০১০ সালে বায়ার্ন মিউনিখকে করেন চ্যাম্পিয়ন্স লিগের রানার্সআপ।
 
নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে বুধবার ভলফসবুর্গের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচ খেলতে নামবে ইউনাইটেড। এর আগের দিন ফন খাল ইউনাইটেডের সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগ আর ইউরোপ সেরার মুকুট জয়ের স্বপ্নের কথা বলেন।
 
"(আমার চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে) প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আশা করাটা বাস্তবসম্মত। কারণ, আমি এটা সব জায়গাতেই করেছি।"
 
ইপিএলের এ মৌসুমে ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে ইউনাইটেড। তবে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে পিএসভি আইন্দহোভেনের কাছে হেরে যায় ফন খালের দল।