মাঠে খেলোয়াড়কে পিস্তল দেখালেন রেফারি

ম্যাচ পরিচালনার সময় ফুটবলারের করা অপমান সহ্য করতে পারেননি ব্রাজিলের এক রেফারি। মাঠের মধ্যেই ফুটবলারটিকে পিস্তল দেখিয়ে বেশ করে শাসিয়ে দিয়েছেন তিনি!

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2015, 11:11 AM
Updated : 30 Sept 2015, 11:39 AM

বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই অবশ্য গাব্রিয়েল মুরতা নামের এই রেফারিকে শান্ত করেন লাইন্সম্যান।
 
ঘটনাটি ব্রাজিলের বেলো হরিজন্তের ব্রুমানদিনিয়োতে আঞ্চলিক একটি লিগ ম্যাচ চলার সময় ঘটেছে। ম্যাচটি অপেশাদার দল ব্রুমানদিনিয়ো আর আমান্তেস দা বোলার মধ্যে হচ্ছিল।
 

প্রতিপক্ষ দলের এক খেলোয়াড়কে লাল কার্ড দেখানোর দাবি জানিয়ে আমান্তেসের ম্যানেজার আর বেঞ্চের খেলোয়াড়রা মাঠে নেমে যায়। লিগের সভাপতি ভালদেনির দে কাস্ত্রো জানান, এক পর্যায়ে রেফারি মুরতাকে লাথি ও থাপ্পড়ও মারে তারা।
এই ঘটনার পর মুরতা দৌড়ে ড্রেসিংরুমে যান এবং পিস্তল নিয়ে মাঠে আসেন। মূলত পুলিশে চাকরি করা এই রেফারি ভয় পেয়ে গিয়ে নিজেকে বাঁচাতে অস্ত্র নিয়ে আসেন বলে দাবি করেন রেফারিদের অ্যাসোসিয়েশনের প্রধান জুলিয়ানো বোজ্জানো।     
মাঠে পিস্তল নিয়ে আসার জন্য অবশ্য আজীবন নিষিদ্ধ হতে পারেন মুরতা।