বার্সাকে জিতিয়েছে আত্মবিশ্বাস

বায়ার লেভারকুজেনের বিপক্ষে বার্সেলোনার জয়ে বড় ভূমিকা রাখা লুইস সুয়ারেস মনে করেন, নিজেদের প্রতি বিশ্বাসই এই সাফল্য এনে দিয়েছে। উরুগুয়ের এই ফরোয়ার্ডের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন তার সতীর্থরাও। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2015, 07:47 AM
Updated : 30 Sept 2015, 07:47 AM

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে নিজেদের মাঠ কাম্প নউতে মঙ্গলবার রাতে জার্মানির ক্লাব লেভারকুজেনকে ২-১ গোলে হারায় বার্সেলোনা।

৮০তম মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল স্পেনের চ্যাম্পিয়নরা। কিন্তু তিন মিনিটের মধ্যে সের্হি রবের্তো ও লুইস সুয়ারেসের করা দুটি গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারীরা।

ম্যাচ শেষে সুয়ারেস এই জয়ের রহস্য উন্মোচন করেন।

“শেষ পর্যন্ত নিজেদের ওপর বিশ্বাস রেখেছি আমরা। কারণ, আমরা ইউরোপের চ্যাম্পিয়ন। আমাদের এটা প্রমাণ করার ছিল। আমরা প্রচুর সুযোগ পেয়েছি, কিন্তু ম্যাচের শেষের দিকের আগে তা কাজে লাগতে পারিনি।”

৮০তম মিনিটে দলকে সমতায় ফেরানো গোলটিকে রবের্তো দেখছেন ভিন্ন দৃষ্টিতে।

“সম্ভবত আমার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ গোল এটা। কারণ, আমরা পিছিয়ে ছিলাম এবং এটা আমাদের ম্যাচে সমতায় ফিরতে দিয়েছে।”

গোল পাননি, তবে লিওনেল মেসিবিহীন বার্সেলোনার আক্রমণভাগকে চাঙ্গা রাখতে ভালো ফুটবল উপহার দেন নেইমার। ব্রাজিলের এই ফরোয়ার্ডও সুয়ারেসের সুরেই কথা বলেন।

“আমরা সবাই নেতা। সতীর্থদের সাহায্য করে আমি মাঠে আমার ভূমিকাটা রাখি। মেসির মানের একজন খেলোয়াড় না খেললে বিষয়টা একরকম থাকে না।”