চীনে ফুটবল স্কুল খুলবেন রোনালদো

চীনের ফুটবল উন্নয়নে ভূমিকা রাখতে চান ব্রাজিলের কিংবদন্তি রোনালদো। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটিতে ৩০টি ফুটবল স্কুল খোলার ঘোষণা দিয়েছেন বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের সাবেক এই স্ট্রাইকার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2015, 11:00 AM
Updated : 29 Sept 2015, 11:00 AM

চীনে রোনালদোর স্কুলগুলো হবে মূলত বেইজিং, সাংহাই ও সেনঝেনে।

রোনালদোর মনের বড় একটা অংশ জুড়েই আছে ফুটবল। চীনে ফুটবলের ভালো সম্ভাবনা দেখছেন তিনি। এ কারণেই এশিয়ার দেশটির ফুটবল নিয়ে কাজ করতে চান ইন্টার মিলান ও এসি মিলানের সাবেক স্ট্রাইকার।

তিনবারের ফিফা বর্ষসেরা এই ফুটবলার মঙ্গলবার চীনে স্কুল খোলার ঘোষণা দেওয়ার সময় বলেন, "ব্যবসায়িক কারণ ছাড়াও চীনে আমার স্কুল খোলার বড় কারণ, দেশটিতে প্রচুর ফুটবল ভক্ত আর খেলোয়াড় আছে। আর চীনের সরকার ও বেসরকারি কিছু সংস্থাও ফুটবল উন্নয়নে মনোযোগ দিচ্ছে।"

ব্রাজিলের হয়ে দুটি বিশ্বকাপ জেতা ৩৯ বছর বয়সী রোনালদো এর পর যোগ করেন, "আমি আশা করি, ফুটবল প্রশিক্ষণে আমার পদ্ধতি চীনের ফুটবলের উন্নতি ঘটাতে সাহায্য করতে পারে।"

রোনালদো মনে করেন, চীনে ফুটবলের ভিত্তি থাকলেও সঠিক ধারণা ও প্রশিক্ষণ পদ্ধতির ঘাটতি থাকতে পারে।