এবার মাসচেরানোর বিরুদ্ধেও কর ফাঁকির অভিযোগ

লিওনেল মেসি ও নেইমারের পর বার্সেলোনার আরেক ফুটবলার হাভিয়ের মাসচেরানোর বিরুদ্ধেও কর ফাঁকির অভিযোগ উঠেছে। স্পেনের কর কর্তৃপক্ষের দাবি, আর্জেন্টিনার এই মিডফিল্ডার ১৫ লাখ ইউরোর বেশি কর ফাঁকি দিয়েছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2015, 09:39 AM
Updated : 29 Sept 2015, 01:56 PM

মাসচেরানোর বিরুদ্ধে অভিযোগ, তিনি যুক্তরাষ্ট্র ও পর্তুগালে গড়া কোম্পানি ব্যবহার করে ইমেজ স্বত্ব থেকে আয় গোপন করেছেন।

মাসচেরানোর বিরুদ্ধে মামলা চালানো হবে কিনা সে বিষয়ে স্পেনের একটি আদালত সিদ্ধান্ত দেবে।

৩১ বছর বয়সী মাসচেরানো ২০১০ সালে লিভারপুল থেকে বার্সেলোনায় নাম লেখান। স্পেনের কর কর্তৃপক্ষ জানায়, ২০১১ সালে তিনি ৫ লাখ ৮৭ হাজার ৮২২ ইউরো কর ফাঁকি দেন। পরের বছর তার কর ফাঁকি দেওয়ার অঙ্কটা আরও বড়, ৯ লাখ ৬৮ হাজার ৯০৭ ইউরো। 

এ বিষয়ে মাসচেরানো আপাতত কোনো মন্তব্য করেননি। তবে সরকারি কৌশুলীদের অফিস থেকে জানানো হয়, এ মাসে তার কাছে পাওনা অর্থ এবং প্রায় ২ লাখ ইউরোর বেশি সুদ পরিশোধ করেছেন তিনি।

এর আগে বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি আর তার বাবা হোর্হের বিরুদ্ধেও ইমেজ স্বস্ত নিয়ে একই রকমের অভিযোগ উঠেছিল। তবে তারা বিষয়টি অস্বীকার করেছিলেন।

ব্রাজিলে নেইমারের বিরুদ্ধে বিচারক কর ফাঁকির আনুষ্ঠানিক অভিযোগ আনার পর তার অভিভাবকরাও সেটা অস্বীকার করেন।