দুই ব্রাজিলিয়ানে চেলসির স্বস্তি

নিউক্যাসল ইউনাইটেডের মাঠে এবারও জিততে পারল না চেলসি। তবে দুই গোলে পিছিয়ে পড়েও দুই ব্রাজিলিয়ান মিডফিল্ডার রামিরেস ও উইলিয়ানের গোলে শেষ পর্যন্ত ২-২ ব্যবধানে ড্রয়ের স্বস্তিতে মাঠ ছেড়েছে জোসে মরিনিয়োর দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2015, 06:47 PM
Updated : 26 Sept 2015, 06:47 PM

ইপিএলে নিউক্যাসলের মাঠে দলটির বিপক্ষে গত তিনবারই হেরেছে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি।

নিউক্যাসলের মাঠ সেন্ট জেমস পার্কে এদিন দ্বাদশ মিনিটে প্রথম সুযোগ পায় চেলসি। কিন্তু ফরাসি স্ট্রাইকার লোইক রেমির শট একটুর জন্যে লক্ষ্যভ্রষ্ট হয়।

২৮তম মিনিটে নিউক্যাসলকে এগিয়ে নেওয়ার সুযোগ পান স্প্যানিশ স্ট্রাইকার আইওসে পেরেস। কিন্তু তার প্রচেষ্টাটি ঠেকিয়ে দেন চেলসি গোলরক্ষক। খানিক বাদেই আরেকটি সুযোগ নষ্ট করে স্বাগতিকরা।

৩৭তম মিনিটে ২২ গজ দূর থেকে সেস ফাব্রেগাসের বিদ্যুৎ গতির শট ঠেকিয়ে দিয়ে চেলসিকে আরেকবার হতাশ করেন স্বাগতিক গোলরক্ষক টিম ক্রুল।

এর চার মিনিট পরেই দুর্দান্ত এক গোলে নিউক্যাসলকে এগিয়ে দেন পেরেস। তার জোরালো শটটি পোস্টের ভেতরের কানায় লেগে জালে জড়ায়।

ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই প্রতিপক্ষের রক্ষণে চাপ বাড়াতে থাকে চেলসি। তবে গোলের দেখা মিলছিল না।

এরই মাঝে ৬০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে অতিথিদের স্তব্ধ করে দেন জিওর্জিনিয়ো ভেইনালডাম। এই গোলেও অবদান ছিল গোলদাতা পেরেসের। তার দারুণ ক্রসে হেড করেই বল জালে জড়ান ডাচ স্ট্রাইকার।

৭৯তম মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার রামিরেস ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে ব্যবধান কমালে ঘুরে দাঁড়ায় চেলসি।

সাত মিনিট পর উইলিয়ানের একটি অসাধারণ ফ্রি কিক গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়ালে জয়ের আশা জাগে শিরোপাধারী চেলসির শিবিরে।

শেষ পর্যন্ত অবশ্য নিউক্যাসল জেতা হয়নি, কিন্তু দুই গোলে পিছিয়ে পড়ে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারার স্বস্তিও কম নয়।

এই ড্রয়ের পর পঞ্চদশ স্থানে থাকা চেলসির পয়েন্ট ৭ ম্যাচে ৮।

দিনের অন্য ম্যাচে সান্ডারল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের পয়েন্ট ১৬।

আরেক ম্যাচে লেস্টার সিটিকে ৫-২ গোলে হারিয়ে ১৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে আর্সেনাল।

দিনের প্রথম ম্যাচে টটেনহ্যাম হটস্পারের মাঠে ৪-১ গোলে হারে ম্যানচেস্টার সিটি। ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মানুয়েল পেল্লেগ্রিনির দল।