জুরিখেও ১০০ মিটারে সেরা ফ্রেসার-প্রাইস

বেইজিংয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপের সাফল্য জুরিখের ডায়মন্ড লিগেও ধরে রেখেছেন শেলি অ্যান ফ্রেসার-প্রাইস। মেয়েদের ১০০ মিটারের সেরা হয়েছেন জ্যামাইকার এই দৌড়বিদ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2015, 03:40 PM
Updated : 4 Sept 2015, 03:40 PM

জুরিখের আসরে মর্যাদার ১০০ মিটার স্প্রিন্টে সেরা হতে ফ্রেসার-প্রাইস সময় নেন ১০.৯৩ সেকেন্ড। বেইজিংয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপে অবশ্য তার টাইমিং আরও ভালো ছিল; বার্ডস নেস্টে ১০.৭৬ সেকেন্ডে দৌড় শেষ করেন এই জ্যামাইকান।

ডায়মন্ড লিগে সবাইকে পেছনে ফেলতে পেরে দারুণ উচ্ছ্বসিত তিনি, “বেইজিংয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর এখানে আসার জন্য মুখিয়ে ছিলাম আমি। এই আসরটা আমি উপভোগ করি।”

২০০৮ ও ২০১২ অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্টে সোনা জেতা ২৮ বছর বয়সী ফ্রেসার-প্রাইস বেইজিংয়ের সর্বশেষ বিশ্ব চ্যাম্পিয়নশিপেও সেরা হন।