চোটের কবলে নেইমার

কোস্টা রিকার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে একটা দু:সংবাদই পেয়েছে ব্রাজিল। অনুশীলন করতে গিয়ে চোট পেয়েছেন দলটির তারকা ফরোয়ার্ড নেইমার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2015, 01:09 PM
Updated : 4 Sept 2015, 01:09 PM

একাধিক গণমাধ্যম বুধবার জানায়, যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে সতীর্থদের সঙ্গে অনুশীলনে নেমে চোট পান নেইমার। ডান পায়ে চোট পেয়ে মাঠ ছাড়ার আগে প্রায় ২০ মিনিট অনুশীলন করেন বার্সেলোনার এই ফরোয়ার্ড।

নেইমারের চোট মারাত্মক কিনা তা জানা যায়নি। তবে টিভি-থ্রি জানায়, দলের এই নির্ভরযোগ্য তারকাকে নিয়ে ঝুঁকি নিতে চাননি কোচ দুঙ্গা। এ কারণেই ২৩ বছর বয়সী এই তারকাকে বিশ্রাম নিতে বলেছেন তিনি।

নতুন মৌসুমের শুরুতে মাম্পসে আক্রান্ত হয়েছিলেন নেইমার। সুস্থ হয়ে সপ্তাহ দুয়েক আগে মাঠে ফিরে বার্সেলোনার হয়ে লা লিগার ম্যাচে মালাগার বিপক্ষে খেলেনও তিনি।

ব্রাজিল অবশ্য অধিনায়ক নেইমারকে কোস্টা রিকার বিপক্ষে প্রীতি ম্যাচে পাওয়ার ব্যাপারে আশাবাদী।

শনিবার যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে হবে ম্যাচটি। এরপর মঙ্গলবার স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।