দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় ওজনিয়াকির

ইউএস ওপেনের চতুর্থ দিনে অঘটনের শিকার হয়েছেন কারোলিন ওজনিয়াকি। টুর্নামেন্টের অবাছাই খেলোয়াড় চেক প্রজাতন্ত্রের পেত্রা কেটকোভস্কার কাছে হেরে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন বিশ্বের সাবেক এক নম্বর খেলোয়াড়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2015, 07:55 AM
Updated : 4 Sept 2015, 07:55 AM

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বৃহস্পতিবার টুর্নামেন্টের চতুর্থ বাছাই ডেনমার্কের ওজনিয়াকিকে ৬-৪, ৫-৭, ৭-৬ গেমে হারান র‌্যাঙ্কিংয়ের ১৪৯তম খেলোয়াড় কেটকোভস্কা। 
 
এই অঘটনের পর মেয়েদের এককের শীর্ষ দশ বাছাইয়ের মাত্র তিনজনই টুর্নামেন্টে টিকে আছেন। শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামসের সঙ্গে আছেন দ্বিতীয় বাছাই সিমোনা হালেপ ও পঞ্চম বাছাই পেত্রা কেভিতোভা। 
 
ইউক্রেনের কাতেরাইনা বন্দারেঙ্কোকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে ওঠেন রোমানিয়ার হালেপ। আর কেভিতোভা দ্বিতীয় রাউন্ডে যুক্তরাষ্ট্রের নিকোল গিবসকে একই ব্যবধানে হারান। 
 
এ ছাড়া এদিন মেয়েদের এককে তৃতীয় রাউন্ডে ওঠেন সারা ইরানি, ভিক্তোরিয়া আজারেঙ্কারা।