ফের আইসল্যান্ডে ধরাশায়ী নেদারল্যান্ডস

আইসল্যান্ডকে নিজেদের মাঠে পেয়েও প্রতিশোধ নিতে পারেনি নেদারল্যান্ডস। উল্টো আরেকবার হারই হলো সঙ্গী, ইউরো বাছাই পর্বের ফিরতি লেগে ১-০ গোলে হেরে গেছে ব্রাজিল বিশ্বকাপে তৃতীয় হওয়া দলটির।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2015, 09:54 PM
Updated : 3 Sept 2015, 09:54 PM

এই হারে ইউরো-২০১৬-এর মূলপর্বে সরাসরি খেলার পথটা কিছুটা কঠিন হয়ে গেল ডাচদের।

সাত ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের সবার ওপরে থাকা আইসল্যান্ড মূলপর্বের পথে অনেকটাই এগিয়ে গেছে। কাজাখস্তানকে ২-১ গোলে হারিয়ে ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে চেক প্রজাতন্ত্র। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে নেদারল্যান্ডসের অবস্থান তৃতীয়।

আইসল্যান্ডের মাঠে ২-০ গোলে হেরে আসা নেদারল্যান্ডস বৃহস্পতিবার রাতে প্রতিশোধের মিশনে নেমেছিল। কিন্তু নিজেদের মাঠ আমস্টারডাম অ্যারেনায় প্রথমার্ধেই বড় দুটি ধাক্কা খায় স্বাগতিকরা। চোট পেয়ে অধিনায়ক আরিয়েন রবেন মাঠ ছাড়ার পর ৩৩তম মিনিটে প্রতিপক্ষের কোলবেইন সিথোরসোনকে অযথা আঘাত করে লালকার্ড পান ডিফেন্ডার ব্রুনো মার্টিন্স ইন্ডি।

১০ জনের দলে পরিণত হওয়া ডাচরা দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ে জিলফি সিগার্ডসনের পেনাল্টি থেকে।

শেষ দিকে সমতায় ফিরতে নেদারল্যান্ডস মরিয়া হয়ে আক্রমণ চালাতে থাকে। কিন্তু অধিনায়কের বদলি ওয়েসলি স্নেইডারের যোগ করা সময়ের শটও প্রতিপক্ষের গোলরক্ষক হালডোরসোনকে  পরাস্ত করতে ব্যর্থ হলে হারের লজ্জা নিয়ে সমর্থকদের দুয়ো শুনতে শুনতে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।