বিশ্বকাপ বাছাই: এশিয়ার বড়দের গোলোৎসব

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাই পর্বের ম্যাচে গোলোৎসব করেছে বড় দলগুলো। সবচেয়ে বড় ঝড়টি গেছে ভুটানের ওপর দিয়ে; ১৫ গোল হজম করেছে তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2015, 06:43 PM
Updated : 3 Sept 2015, 08:43 PM

বৃহস্পতিবার বাছাই পর্বের ‘সি’ গ্রুপের ম্যাচে নিজেদের মাঠে প্রথমার্ধেই আট গোল তুলে নেয় কাতার। জয়টা প্রায় নিশ্চিত হয়ে গেলেও গোল ক্ষুধা কমেনি তাদের। 
 
দ্বিতীয়ার্ধে আরও সাতবার প্রতিপক্ষের জালে গোলোৎসবে মাতে কাতার। ১৫-০ গোলে জয়ের ম্যাচে ভুটানের জালে হ্যাটট্রিট করেন স্বাগতিক দলের আসাদাল্লা ও মুনতারি।
 
সংযুক্ত আরব আমিরাতও মালয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে দিয়েছে। কদিন আগে প্রীতি ম্যাচে বাংলাদেশের সঙ্গে ড্র করা মালয়েশিয়া আরব আমিরাতের বিপক্ষে ১০-০ গোলে হেরেছে।
 
এছাড়া দক্ষিণ কোরিয়া ৮-০ গোলে লাওসকে, ইরান ৬-০ গোলে গুয়ামকে, এশিয়ান কাপের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ৫-০ গোলে বাংলাদেশকে, ইরাক ৫-১ ব্যবধানে তাইওয়ানকে, কুয়েত ৯-০ গোলে মিয়ানমারকে এবং সৌদি আরব ৭-০ গোলে তিমর লেসতেকে হারিয়েছে। 
 
বড় দলগুলোর মধ্যে তুলনামূলক কম ব্যবধানের জয় পেয়েছে জাপান। ‘ই’ গ্রুপের ম্যাচে নিজেদের মাঠে কম্বোডিয়াকে ৩-০ গোলে হারিয়েছে তারা।
 
চীনকে তাদের মাঠে রুখে দিয়েছে হংকং; গোলশূন্য ড্র হয়েছে ম্যাচটি। পয়েন্ট ভাগাভাগি করেছে বাংলাদেশের গ্রুপের দল জর্ডান ও কিরগিজস্তান।