বার্সার জার্সিতে মর্যাদার প্রতীক 

মর্যাদাসূচক বিশেষ প্রতীক খোচিত জার্সি গায়ে এবার চ্যাম্পিয়ন্স লিগে খেলবে বার্সেলোনা। এই টুর্নামেন্টে পাঁচটি শিরোপা জিতে এই ব্যাজ জার্সিতে লাগানোর যোগ্যতা অর্জন করেছে তারা।  

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2015, 01:08 PM
Updated : 2 Sept 2015, 01:08 PM

জার্সির বাঁ হাতায় লাগানো ব্যাজে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফির ছবির মধ্যে লেখা থাকবে ৫। গত ৬ জুন ইউভেন্তুসকে হারিয়ে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে বার্সেলোনা। এর আগে ১৯৯২, ২০০৬, ২০০৯ ও ২০১১ সালে এই শিরোপা জিতেছিল স্পেনের অন্যতম সফল ক্লাবটি।    
 
গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের বিষয়টি বোঝাতে জার্সির ডান হাতার ব্যাজে প্রতিযোগিতাটির শিরোপার ছবির মধ্যে লেখা থাকবে ২০১৫।
 
ইউরোপ সেরার এই প্রতিযোগিতায় যে দলগুলো কমপক্ষে পাঁচবার বা টানা তিনবার চ্যাম্পিয়ন হয়েছে, তারাই শুধু জার্সিতে এই পরিচয়চিহ্ন লাগাতে পারে।
 
এর আগে জার্সিতে মর্যাদার এই প্রতীক লাগাতে পেরেছে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, এসি মিলান, লিভারপুল ও আয়াক্স।