অস্ট্রেলিয়াতে খোশ মেজাজেই আছেন মামুনুলরা

অস্ট্রেলিয়াতে মামুনুল-জুয়েল-হেমন্তদের সময়টা ভালোই যাচ্ছে। ২০১৮ বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাই পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামার আগে খোশ মেজাজে রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2015, 10:11 AM
Updated : 1 Sept 2015, 10:11 AM

বাংলাদেশ ফুটবল ফেডারেশন মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে দলের সার্বিক অবস্থা জানায়। এদিন স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় মামুনুলরা হালকা অনুশীলন সেরেছেন; স্ট্রেচিং করেছেন।

হালকা অনুশীলন সেরে মামুনুলরা পার্থের কিংস পার্কে দীর্ঘক্ষণ হাঁটেন। এরপর স্কারবোরো সমুদ্র সৈকতে বেড়াতে যান ফুটবলাররা। সেখানে হেমন্ত-মামুনুলরা ছবি তুলে, বল খেলে সময় কাটান। দলের সবাই শারীরিক ও মানসিকভাবে ভালো আছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আগামী বৃহস্পতিবার বাছাই পর্বে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

বাছাই পর্বের ‘বি’ গ্রুপে এর আগে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। নিজেদের মাঠে কিরগিজস্তানের বিপক্ষে ৩-১ গোলে হারের পর তাজিকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করে লোডভিক ডি ক্রুইফের দল।

১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে বাংলাদেশ। সমান পয়েন্ট পেলেও গোল পার্থক্যে তাজিকিস্তান চতুর্থ স্থানে আছে।

৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশের গ্রুপে সবার ওপরে আছে জর্ডান। সমান ৩ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে আছে কিরগিজস্তান ও অস্ট্রেলিয়া।