মারাত্মক নয় মদ্রিচের চোট

রিয়াল বেতিসের বিপক্ষে লুকা মদ্রিচের চোট পাওয়া এবং পরে তার মাঠ ছেড়ে যাওয়া রিয়াল মাদ্রিদ সমর্থকদের অনেককেই হয়তো দুশ্চিন্তায় ফেলেছে। তবে দলটির কোচ রাফায়েল বেনিতেস জানিয়েছেন, ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডারকে নিয়ে কোনো সমস্যা নেই।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2015, 11:45 AM
Updated : 30 August 2015, 11:45 AM

সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রাতে বেতিসের বিপক্ষে ৫-০ গোলে জেতা ম্যাচের প্রথমার্ধে গোড়ালির গাটে চোট পান মদ্রিচ। ব্যথা পেয়ে মাঠে পড়ে যান তিনি। এই ঘটনায় অনেকেরই হয়তো গত মৌসুমে ঊরুর চোট পেয়ে লম্বা সময়ের জন্য মদ্রিচের ছিটকে পড়ার কথা মনে পড়ে গিয়েছিল।

ক্ষণিকের সে দুশ্চিন্তা অবশ্য অল্পক্ষণের মধ্যেই দূর হয়ে যায়, খেলা শুরু করেন মদ্রিচ। তবে ৭৫তম মিনিটে তাকে উঠিয়ে নেওয়ায় আবারও দুশ্চিন্তাটা ফিরে আসে। তাহলে আবারও কি বড় কোনো চোটে পড়তে যাচ্ছেন এই প্লেমেকার?

ম্যাচ শেষে অবশ্য মদ্রিচের চোট গুরুতর কিছু নয় বলে আশ্বস্ত করেন কোচ বেনিতেস।

"এটা ছোট একটা চোট ছিল, তাই এটা নিয়ে চিন্তার কিছু নেই।... (ম্যাচে) খেলোয়াড় রদবদল করা হয় খেলোয়াড়দের সুরক্ষার জন্যে আর সেটা অন্যদের সুযোগ দেয়।"