বেইজিংয়ে ফারাহর ইতিহাস

বেইজিংয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৫ হাজার মিটারে সোনা জিতে ইতিহাস গড়েছেন মো ফারাহ। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2015, 06:20 PM
Updated : 29 August 2015, 06:20 PM

প্রথম অ্যাথলেট হিসেবে টানা তিন আসরে দূরপাল্লার দুটি দৌড় অর্থাৎ ৫ ও ১০ হাজার মিটারে চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়েছেন তিনি।
 
অনন্য 'ট্রিপল-ডাবল' জেতার পথে ফারাহর যাত্রা শুরু ২০১২ সালের লন্ডন অলিম্পিকে। সেখানে ৫ ও ১০ হাজার মিটারে সোনা জেতেন ব্রিটেনের এই অ্যাথলেট। এরপর মস্কোতে ২০১৩ সালের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও এই দুই ইভেন্টের সোনা জেতেন ফারাহ। আর এবার বেইজিংয়েও একই কৃতিত্ব গড়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন ৩২ বছর বয়সী এই তারকা। 
 

শনিবার ৫ হাজার মিটারের ফাইনালে ১৩ মিনিট ৫০.৩৮ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন ফারাহ। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৫ হাজার মিটারে এটা তার তৃতীয় সোনা জয়। 
কেনিয়ার কালেব নিদিকু ১৩ মিনিট ৫১.৭৫ সেকেন্ড সময় নিয়ে রূপা এবং ইথিওপিয়ার হাগোস গেবরিহিওয়েত ১৩ মিনিট ৫১.৮৬ সেকেন্ড সময় ব্রোঞ্জ জেতেন।
এর আগে ২৭ মিনিট ১.১৩ সেকেন্ড সময় নিয়ে এবারের আসরে ১০ হাজার মিটারে সোনা জেতেন ফারাহ।