চেলসিকে হারিয়ে দুইয়ে ক্রিস্টাল প্যালেস

মৌসুমের শুরুটা মোটেও ভালো হয়নি চেলসির। শিরোপা ধরে রাখার লড়াইয়ে ফের ধাক্কা খেয়েছে দলটি। ক্রিস্টাল প্যালেসের কাছে ২-১ গোলে হেরেছে জোসে মরিনিয়োর দল। চ্যাম্পিয়নদের হারিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে প্যালেস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2015, 04:40 PM
Updated : 29 August 2015, 08:25 PM

চেলসির জালে বল পাঠানো ক্রিস্টাল প্যালেসের দুই খেলোয়াড় হলেন বাকারি সাকো ও জোয়েল ওয়ার্ড। স্বাগতিকদের একমাত্র গোলটি করেন রাদামেল ফালকাও।

ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ২৪তম মিনিটেই পিছিয়ে পড়তে পারতো চেলসি। ফ্রান্সে জন্ম হওয়া মালির মিডফিল্ডার সাকোর কোনাকুনি শট পা বাড়িয়ে কোনোমতে ঠেকান স্বাগতিক গোলরক্ষক থিবো করতোয়া।

৪২তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় চেলসি। কিন্তু দিয়েগো কস্তার জোরালো নিচু শট ঠেকান অ্যালেক্স ম্যাকার্থি। স্প্যানিশ মিডফিল্ডার সেস ফাব্রেগাসের ফিরতি শটও ফেরান প্যালেসের গোলরক্ষক।

৬৫তম মিনিটে পিছিয়ে পড়ে চেলসি। ডি বক্সের মধ্যে থেকে ডান পায়ের শটে বল জালে জড়ান সাকো।

পাঁচ মিনিট পরই সমতায় ফেরার ভালো সুযোগ আসে চেলসির সামনে। কিন্তু অনেক উঁচুতে বল মেরে নষ্ট করেন এডেন হ্যাজার্ড।

অবশেষে ৭৯তম মিনিটে সমতায় ফেরে চেলসি। ডান দিক থেকে পেদ্রোর চমৎকার ক্রসে ঝুঁকে পড়ে অসাধারণ এক হেডে লক্ষ্যভেদ করেন ১২ মিনিট আগেই বদলি হিসেবে নামা ফালকাও।

সমতায় ফেরার স্বস্তি অবশ্য দুই মিনিটও স্থায়ী হয়নি চেলসির। আবার এগিয়ে যা্য় অতিথিরা। এই গোলেও দারুণ অবদান রাখেন প্রথম গোলদাতা সাকো। তার কাছ থেকে বল পেয়েই প্যালেসেকে তিন পয়েন্ট এনে দেওয়া গোলটি করেন ইংলিশ ডিফেন্ডার ওয়ার্ড।

বাকি সময়ে চেলসি বারবার আক্রমণে উঠলেও তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি তারা।

৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগে দুই নম্বরে উঠে এসেছে প্যালেস। ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে একই দিন ওয়ার্টফোর্ডকে ২-০ গোলে হারানো ম্যানচেস্টার সিটি।

চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে আপাতত ১৩ নম্বরে রয়েছে চেলসি।