ফুটবল ছাড়াও জগৎ আছে নেইমারের

ক্যারিয়ার শেষে ইতিহাসে নিজের নাম দেখতে চান বার্সেলোনার ফরোয়ার্ড নেইমার। তবে ২৪ ঘণ্টাই ফুটবল নিয়ে ভাবেন না ব্রাজিলের অধিনায়ক। এই তারকা সম্প্রতি জানিয়েছেন, ফুটবলের বাইরেও আলাদা জগৎ আছে তার। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2015, 02:05 PM
Updated : 29 August 2015, 02:05 PM

সম্প্রতি নাইকির একটি অনুষ্ঠানে গিয়ে ব্রাজিলের অধিনায়ক কথা বলেন ব্যক্তিগত বিষয় নিয়ে। 
 
"সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা করে ফুটবল নিয়ে ভাবার মতো লোক নই আমি।"
 

নেইমার ফুটবল ভালোবাসেন। নিজের নামটি স্মরণীয়ও করে রাখতে চান তিনি। তবে এর জন্য সবকিছু ছাড়তে নারাজ নেইমার। 
"আমি ইতিহাসে নাম লেখাতে চাই। আশা করি, আমার ক্যারিয়ারটা সুন্দর কিছু দিয়ে স্মরণীয় হবে।"
নেইমার এরপর যোগ করেন, "আমি সব সময় আনন্দ পাওয়ার চেষ্টা করি। শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও।" ফুটবলের বাইরে নিজের শখের কথাও জানান নেইমার। 
"ফুটবলের বাইরে আমার প্রিয় শখ পরিবার, বন্ধু আর ছেলের সঙ্গে সময় কাটানো। তাদের পাশে থাকা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।"