অল্প বয়সে মরতে চান না রোনালদো

সব সময় সেরা হয়ে থাকতে চাওয়া ক্রিস্তিয়ানো রোনালদোকে একটি ভয়ও তাড়া করে-না আবার অল্প বয়সেই মরে যান। সম্প্রতি এক সাক্ষাৎকারে অনেক বছর বেঁচে থাকার ইচ্ছার কথা জানিয়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ এই ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2015, 08:17 AM
Updated : 29 August 2015, 08:17 AM

স্পেনের সাময়িকী লিবেরোতে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে নিজের একটি ভয়ের কথা জানান রোনালদো। 
 
"আমার সবচেয়ে বড় ভয় অল্প বয়সে মারা যাওয়ার। আমি অল্প বয়সে মরতে চাই না। ৮০/৯০ বছর বয়স পেয়ে বৃদ্ধ হয়ে মরতে চাই আমি।"
 

ফুটবলের বাইরে ছেলের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে উল্লেখ করে রোনালদো বলেন, "পরিবার, বন্ধু আর ছেলের সঙ্গে স্বাভাবিক থাকতে চেষ্টা করি আমি।"
সাক্ষাৎকারে নিজের লক্ষ্যের কথা জানাতেও ভোলেননি রোনালদো। 
"সব সময় সেরা হওয়াই আমার লক্ষ্য।… আমি সব সময় এটা করতেই চেষ্টা করেছি এবং আমার মনে হয়, গত আট, নয় বা দশ বছর এটা কাজে লেগেছে। এই কারণে, আগামীতেও আমি এটা করারই চেষ্টা করব।"