পেনাল্টিতে উন্নতির চেষ্টায় মেসি

বার্সেলোনা জিতলেও আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে পেনাল্টি মিস দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করেছেন লিওনেল মেসি। বার্সেলোনার এই আর্জেন্টাইন ফরোয়ার্ড জানিয়েছেন, পেনাল্টিতে উন্নতির চেষ্টা করবেন তিনি। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2015, 07:37 PM
Updated : 28 August 2015, 07:37 PM

বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে মেসির নেওয়া গড়ানো দুর্বল পেনাল্টি শট ফিরিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক গোর্কা মোরেনো। এটি ছিল মেসির লিগে পঞ্চম আর সব মিলিয়ে ১৪তম বার পেনাল্টি মিসের ঘটনা।
 
ক্রিস্তিয়ানো রোনালদো ও লুইস সুয়ারেসকে পেছনে ফেলে দ্বিতীয়বারের মতো ইউরোপ সেরা ফুটবলারের মুকুট জেতার পর পেনাল্টি নিয়ে কাজ করার কথা জানান মেসি।
 
পেনাল্টিতে আপনি আরও ভালো করতে পারবেন কি?-এমন প্রশ্নের জবাবে মেসি বলেন, “হ্যাঁ। এ নিয়ে সম্ভাব্য যতটা উন্নতি করা যায়, আমি চেষ্টা করব। পেনাল্টি...আসলে কখনও গোল হয়, কখনও হয় না।”
 
স্পেনের লা লিগায় এ পর্যন্ত ৪৩টি পেনাল্টি নিয়েছেন মেসি; এর মধ্যে ৩৮টিতেই লক্ষ্যভেদ করেছেন বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড।
 
পেনাল্টি মিস করলেও বিলবাওকে লুইস সুয়ারেসের একমাত্র গোলে হারিয়ে লিগের মুকুট ধরে রাখার মিশন শুরু করে লুইস এনরিকের বার্সেলোনা।