আরও শিরোপা চাই মেসির

ক্লাব ক্যারিয়ারে শিরোপা কম জেতেননি লিওনেল মেসি। তারপরও শিরোপা ক্ষুধা কমেনি বার্সেলোনার সবচেয়ে বড় এই তারকার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2015, 07:17 PM
Updated : 28 August 2015, 07:17 PM

বৃহস্পতিবার ইউরোপের সেরা ফুটবলারের পুরস্কার জেতেন মেসি। বার্সেলোনার হয়ে রেকর্ড ২৫টি শিরোপা জেতা আর্জেন্টিনার অধিনায়ক আরও শিরোপা জেতার জন্য উন্মুখ হয়ে থাকার কথা জানান।

“এভাবে মৌসুম শুরু করতে পারাটা দারুণ। আশা করি, গত মৌসুমে যা করেছিলাম, এবারও তা ধরে রাখতে পারবো বা তেমনই করতে পারবো।”

মৌসুমের শুরুতে উয়েফা সুপার কাপ জিতে চাভির পাশে দাঁড়ান মেসি ও ইনিয়েস্তা। ক্লাবের হয়ে তারা জিতেন ২৫টি শিরোপা।

চলতি বছর চারটি শিরোপা জিতেছে বার্সেলোনা। এই বছর ক্লাব বিশ্বকাপ জেতারও লক্ষ্য রয়েছে দলটির। তারপরও তাদের লক্ষ্য আগের মতোই থাকছে-আরও শিরোপার জন্য লড়াই করে যাওয়া।

“আমরা জানি, টানা দুটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতা সহজ নয়। তবে আমরা সেই চেষ্টাটি করবো। একটি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাই সহজ নয়। ভাবুন, দুটি (টানা) জিততে পারলে কেমন লাগবে।”

এ নিয়ে দুইবার ইউরোপের সেরা ফুটবলারের পুরস্কার পেলেন মেসি। এবার ক্লাব সতীর্থ সুয়ারেস ও রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদোকে পেছনে ফেলেন তিনি। সম্ভাব্য ৫৪ ভোটের ৪৯টি পান মেসি। সুয়ারেস পান তিনটি আর গতবারের ইউরোপ সেরা রোনালদো পান একটি ভোট।