বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়ানোর ম্যাচ

মালয়েশিয়ার বিপক্ষে লড়াইটা কাগজে-কলমে প্রীতি ম্যাচ। কিন্তু বাংলাদেশের জন্য এটা আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার উপলক্ষ। এখানে জিতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে চায় লোডভিক ডি ক্রুইফের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2015, 03:33 PM
Updated : 29 August 2015, 10:44 AM

লক্ষ্যে পৌঁছানোটা সহজ হবে না- জানেন বাংলাদেশের অধিনায়ক। তারপরও দেশের মানুষের জন্য ভালো ফল চান অধিনায়ক মামুনুল ইসলাম।

মালয়েশিয়ার শাহ আলম স্টেডিয়ামে আগামী শনিবার স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ।

এই ম্যাচ প্রসঙ্গে বলতে গিয়ে শুরুতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ের কথা বলেন বাংলাদেশের প্রধান কোচ ডি ক্রুইফ। মূল লক্ষ্য অবশ্যই আগামী ৩ সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে হতে যাওয়া বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি। তবে মালয়েশিয়াকেও সমান গুরুত্ব দিচ্ছেন তিনি। অবশ্যই সেটা শিষ্যদের আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার সুযোগ বলে।

কিছু দিন আগেই বঙ্গবন্ধু গোল্ডকাপে মালয়েশিয়া অনূর্ধ্ব-২২ দলের কাছে ফাইনালসহ দুইবার হারে বাংলাদেশ দল। তাই স্বাগতিকদের জাতীয় দলের বিপক্ষে ভালো করাটা আরও কঠিন হবে বলেই মনে করেন ডি ক্রুইফ।

“অনেক ভিডিওতে এবং ২০১৫ সালের বঙ্গবন্ধু গোল্ড কাপে আমি মালয়েশিয়ার (অনূর্ধ্ব-২২ দল) খেলা দেখেছি, তারা খুব ভালো দল। এই দলে তারা অনেক অভিজ্ঞ খেলোয়াড় যোগ করেছে, তাতে আগের চেয়ে দলটি আরও শক্তিশালী হয়েছে। কঠিন একটা লড়াই হবে এবং দুই দলের জন্যই ভালো ম্যাচ হবে।"

প্রতিপক্ষ মালয়েশিয়া প্রসঙ্গে অধিনায়ক মামুনুল সুর মিলিয়েছেন কোচের সঙ্গে।

“দুই দলের জন্যই কঠিন ম্যাচ হতে যাচ্ছে। তাদের দলটা যে ভালো, তা আমি জানি। কারণ, মালয়েশিয়ার বিপক্ষে আমি অনেকবার খেলেছি। অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে অনুপ্রেরণা পেতে ম্যাচটি জিততে আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশের সব মানুষের জন্য একটা ভালো ফল করতে চাই।”