রেকর্ড গড়ে ২০০ মিটারে সোনা জিতলেন শিপার্স

বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে প্রথম সোনা জিতলেন ডাফনে শিপার্স। আর সেটাই একেবারে রেকর্ড গড়ে। মেয়েদের ২০০ মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন হতে প্রতিযোগিতার ইতিহাসে রেকর্ড টাইমিং করেন নেদারল্যান্ডসের এই দৌড়বিদ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2015, 01:35 PM
Updated : 28 August 2015, 01:35 PM

বেইজিংয়ের এই আসরে শুক্রবার ২০০ মিটারের ফাইনালে ২১.৬৩ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন শিপার্স।

এর আগে ১০০ মিটারে রূপা জেতেন ডাচ এই তারকা।

রেকর্ড গড়ে ২০০ মিটারে সোনা জয় করাটা শিপার্সের নিজের কাছে হয়তো কিছুটা বিস্ময় হয়েই এসেছে। তার মূল কারণ এই ইভেন্টের হিট ও সেমি-ফাইনালে তার টাইমিং মোটেও আহামরি ছিল না।

উন্নতির ধারাবাহিকতা অবশ্য ছিল; হিটে ২২.৫৮ সেকেন্ড সময় নেওয়ার পর সেমি-ফাইনালে ২২.৩৬ সেকেন্ড সময় নেন ২৩ বছর বয়সী শিপার্স।

২১.৬৬ সেকেন্ড সময় নিয়ে রূপা জিতেছেন জ্যামাইকার এলাইনে থম্পসন। তারই স্বদেশি ভেরোনিকা ক্যাম্পবেল-ব্রাউন ২১.৯৭ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জেতেন।