ক্যামেরাম্যানে ভূপাতিত বোল্ট

উসাইন বোল্টের ২০০ মিটার স্প্রিন্টের প্রতিদ্বন্দ্বীরা যা পারেননি, টিভির একজন ক্যামেরাম্যান আর তার সেগওয়ে তাই করে দেখাল। জ্যামাইকার গতি-দানবকে ভূপাতিত করল তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2015, 08:28 AM
Updated : 28 August 2015, 09:53 AM

বেইজিংয়ের বার্ড নেস্ট স্টেডিয়ামে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের পর 'ল্যাপ অব অনার' দিচ্ছিলেন বোল্ট। দর্শকদের অভিনন্দনে সিক্ত হচ্ছিলেন তিনি। সেগওয়ে (ব্যাটারি চালিত দুই চাকার বাহন) ব্যবহার করে সেই দৃশ্য ভিডিও করছিলেন টিভির এক ক্যামেরাম্যান। 
 
হঠাৎ করে ক্যামেরাম্যানের সেগওয়ের চাকা ট্র্যাকের পাশে কিছুতে বেধে যায় আর তাকেসহ হুড়মুড় করে গিয়ে বোল্টের ওপর পড়ে। ২৯ বছর বয়সী বোল্ট ক্যামেরাম্যানের সঙ্গে ধাক্কা খেয়ে ট্র্যাকের ওপর উল্টে যান।
 

কয়েক জায়গায় সামান্য কেটে গেলেও খুব বেশি চোট পাননি বোল্ট। পরে সংবাদ সম্মেলনে নিজেই বিষয়টি জানান তিনি। 
"দুর্ঘটনা ঘটেই। কিছু জায়গায় কেটে গেছে আমার। …আমি ঠিক আছি।"
এই ঘটনা ঘটাতে গ্যাটলিন টাকা দিয়ে থাকবে বলে সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে মজাও করেন বোল্ট। সংবাদ সম্মেলনে বোল্টের পাশে বসে থাকা গ্যাটলিনও কৌতুক করতে ছাড়েননি, "আমি আমার টাকা ফেরত চাই।"