বাংলাদেশের বিপক্ষে নেই অস্ট্রেলিয়ার অধিনায়ক

বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে খেলতে পারবেন না অস্ট্রেলিয়া অধিনায়ক মাইল জেডিন্যাক। পায়ের পেশিতে চোট পেয়েছেন ক্রিস্টাল প্যালেসের এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2015, 07:15 AM
Updated : 28 August 2015, 07:15 AM

অস্ট্রেলিয়ার কোচ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শুক্রবার জেডিন্যাকের বাংলাদেশের বিপক্ষে খেলতে না পারার বিষয়টি জানান। 
 
গত মঙ্গলবার স্রুইসবেরি টাউনের বিপক্ষে লিগ কাপের ম্যাচের দ্বিতীয়ার্ধে চোট পান জেডিন্যাক। পরে প্যালেসের কোচ জানান, চোটের কারণে এই মিডফিল্ডারকে কিছু দিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে।
 
২০১৮ রাশিয়া বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাই পর্বে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি হবে আগামী বৃহস্পতিবার।
 
অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার আগে মালয়েশিয়ার সঙ্গে আগামী শনিবার একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। 
 
বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে কিরগিজস্তানকে হারায় অস্ট্রেলিয়া।
 
নিজেদের প্রথম দুই ম্যাচে ঘরের মাঠে কিরগিজস্তানের বিপক্ষে ৩-১ গোলে হারের পর তাজিকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। ১ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের পঞ্চম স্থানে আছে মামুনুলরা। বাংলাদেশের সমান পয়েন্ট পেলেও গোল পার্থক্যে তাজিকিস্তান চতুর্থ স্থানে আছে।
 
৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশের গ্রুপে সবার ওপরে আছে জর্ডান। সমান ৩ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে কিরগিজস্তান ও অস্ট্রেলিয়া।