সহজ গ্রুপে বার্সা, রিয়াল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার লড়াইয়ের প্রথম ধাপে সহজ প্রতিপক্ষ পেয়েছে বার্সেলোনা। প্রতিযোগিতার সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদের গ্রুপেও তেমন কঠিন লড়াইয়ের সম্ভাবনা কম।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2015, 05:13 PM
Updated : 27 August 2015, 05:13 PM

২০১৫-১৬ মৌসুমের ইউরোপ সেরার প্রতিযোগিতার গ্রুপ পর্বে কোনো 'গ্রুপ অব ডেথ' নেই। সব পরাশক্তিরা বিভিন্ন গ্রুপে ছড়িয়ে ছিটিয়ে আছে।
 
গতবার ও পাঁচবারের চ্যাম্পিয়ন এবং গেল মৌসুমের ট্রেবল জয়ী বার্সেলোনার সঙ্গে 'ই' গ্রুপে আছে জার্মানির বায়ার লেভারকুজেন, ইতালির রোমা ও বেলারুশের বাতে বরিসভ।
 
প্রতিযোগিতার সর্বোচ্চ ১০ বারের চ্যাম্পিয়ন রিয়ালের সঙ্গে 'এ' গ্রুপে আছে ফ্রান্সের পিএসজি, ইউক্রেনের শাখতার দোনেস্ক ও সুইডেনের মালমো।
 
টুর্নামেন্টের অন্যতম সফল ক্লাব পাঁচবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ আছে 'এফ' গ্রুপে। তাদের সঙ্গে আছে ইংল্যান্ডের আর্সেনাল, গ্রিসের অলিম্পিয়াকোস ও ক্রোয়েশিয়ার দিনামো জাগরেব।
 
গ্রুপ এ: পিএসজি, রিয়াল মাদ্রিদ, শাখতার দোনেস্ক, মালমো
 
গ্রুপ বি: পিএসভি আইন্দহোভেন, ম্যানচেস্টার ইউনাইটেড, সিএসকেএ মস্কো, ভলফসবুর্গ।
 
গ্রুপ সি: বেনফিকা, আতলেতিকো মাদ্রিদ, গালাতাসারাই, আস্তানা
 
গ্রুপ ডি: ইউভেন্তুস, ম্যানচেস্টার সিটি, সেভিয়া, বরুসিয়া মনশেনগ্লাডবাখ
 
গ্রুপ ই: বার্সেলোনা, বায়ার লেভারকুজেন, রোমা, বাতে বরিসভ
 
গ্রুপ এফ: বায়ার্ন মিউনিখ, আর্সেনাল, অলিম্পিয়াকোস, দিনামো জাগরেব
 
গ্রুপ জি: চেলসি, পোর্তো, ডিনামো কিয়েভ, মাকাভি তেল-আবিব
 
গ্রুপ এইচ: জেনিত, ভালেন্সিয়া, অলিম্পিক লিও, ঘেন্ট