মৌসুমের সেরা ‘সেভ’ বার্সার টের স্টেগেনের

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গত আসরের সেরা সেভের পুরস্কার পেয়েছেন বার্সেলোনার গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2015, 12:31 PM
Updated : 27 August 2015, 01:08 PM

ইউরোপের সর্বোচ্চ ফুটবল সংস্থার ওয়েবসাইটে ফুটবলপ্রেমীদের ভোটে এবারই প্রথমবারের মতো 'উয়েফা ডটকম সেভ অব দ্যা সিজন' পুরস্কারটি দেওয়া হচ্ছে। ২৮ শতাংশ ভোট পেয়ে সেরা নির্বাচিত হন জার্মান গোলরক্ষক টের স্টেগেন। 
 
সমান ২০ শতাংশ করে ভোট পেয়েছেন বায়ার্ন মিউনিখের গোলরক্ষক মানুয়েল নয়ার ও ইউভেন্তুসের গোলরক্ষক জানলুইজি বুফ্ফন।
 
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গত আসরে সেমি-ফাইনালের ফিরতি লেগে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ভোটদাতাদের মন জয় করেন টের স্টেগেন।
 
বায়ার্ন মিউনিখের বিপক্ষে ঘরের মাঠে প্রথম লেগে ৩-০ গোলে জিতে অনেকটাই এগিয়ে ছিল বার্সেলোনা। 
 
ফিরতি লেগের শুরুতে পিছিয়ে পড়লেও নেইমারের জোড়া গোলে ২৯ মিনিটের মধ্যে ২-১ ব্যবধানে এগিয়েও যায় বার্সেলোনা। তারপর ম্যাচে ফিরতে মরিয়া বায়ার্ন একের পর এক আক্রমণ করে বার্সার রক্ষণকে নাজেহাল করে তোলে। 
 
ম্যাচের ৪০তম মিনিটে থিয়াগো আলকান্তারার পাস ধরে গোলে দুর্দান্ত একটি শট নেন পোল্যান্ডের স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কি। লাফিয়ে পড়ে বলে হাত লাগান টের স্টেগেন, কিন্তু বলের গতি না থেমে এগিয়ে যেতে থাকে জালের দিকে। তারপরই গোললাইনের ঠিক উপর থেকে অবিশ্বাস্য ভঙ্গিমায় বলটি ধরে ফেলেন তিনি।
 
গোল উদযাপন শুরু করে দেওয়া স্বাগতিক ভক্তদের হতাশায় ডুবান টের স্টেগেন। এই সেভের জন্যই সেরার পুরস্কার জেতেন তিনি।    
     
শেষ পর্যন্ত ম্যাচটি ৩-২ গোলে হারলেও দুই লেগ মিলে ৫-৩ ব্যবধানে জিতে ফাইনালে ওঠে বার্সেলোনা। আর শিরোপা নির্ধারণী ম্যাচে ইউভেন্তুসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মেসি-টের স্টেগেনরা। সেবার ক্লাবের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ট্রেবল জেতে বার্সেলোনা।