কোচ হতে চান আর্জেন্টিনার মাসচেরানো

ভবিষ্যৎ পরিকল্পনাটা এখনই ঠিক করে নিতে বসেছেন হাভিয়ের মাসচেরানো। বার্সেলোনার এই আর্জেন্টাইন ডিফেন্ডার জানিয়েছেন, ফুটবলকে বিদায় বলে দেওয়ার পর কোচ হতেই ভালো লাগবে তার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2015, 06:35 PM
Updated : 26 August 2015, 06:35 PM

রেডিও মেট্রোকে বুধবার ৩১ বছর বয়সী মাসচেরানো ফুটবল ক্যারিয়ার পরবর্তী ভাবনা, সেন্ট্রাল মিডফিল্ডার থেকে ডিফেন্ডার হয়ে যাওয়া-এমন অনেক বিষয় নিয়ে কথা বলেন।

ফুটবলকে বিদায় বলে দেওয়ার পরের পরিকল্পনা নিয়ে এই আর্জেন্টাইন ফুটবলার বলেন, “কোচ হতেই ভালো লাগবে আমার।”

আর্জেন্টিনা দলে মাসচেরানো খেলেন মিডফিল্ডে। বার্সেলোনাতে যোগ দেওয়ার আগের ক্লাবগুলোয় খেলেছেন মিডফিল্ডার হিসেবে। কিন্তু বার্সেলোনার সাবেক কোচ পেপ গার্দিওলা তার কাঁধে রক্ষণভাগের দায়িত্ব তুলে দেন।

মিডফিল্ডার থেকে ডিফেন্ডার হয়ে যাওয়া নিয়ে কোনো আক্ষেপ নেই মাসচেরানোর। বিষয়টি নিয়ে সে সময়কার কোচ গার্দিওলার সঙ্গে মতবিরোধের প্রসঙ্গটিও উড়িয়ে দেন তিনি।

“পজিশন বদল করতে আমি কখনও অস্বীকৃতি জানাইনি। আমার খুব বেশি কিছু হারানোর ছিল না। সে সময় গার্দিওলার দলে অনেক চোটে আক্রান্ত সেন্টার ব্যাক ছিল। তিনি আমার সামর্থ্যের ওপর আস্থা রেখেছিলেন।”