রেকর্ড উপহার দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ভালেন্সিয়া

প্লে-অফে মোনাকোকে হারিয়ে স্পেনের পঞ্চম দল হিসেবে এবারের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিয়েছে ভালেন্সিয়া। টুর্নামেন্টটির ইতিহাসে এই প্রথম এক আসরে একটি দেশের পাঁচটি ক্লাব খেলছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2015, 07:29 AM
Updated : 26 August 2015, 09:44 AM

প্রতিপক্ষের মাঠে গত মঙ্গলবার দ্বিতীয় পর্বের ম্যাচটি ২-১ গোলে হেরে যায় ভালেন্সিয়া। তবে নিজেদের মাঠে প্রথম পর্বে ৩-১ গোলে জিতেছিল স্পেনের ক্লাবটি। দুই পর্ব মিলে ৪-৩ ব্যবধানে গ্রুপ পর্ব নিশ্চিত করে তারা। 
 
ফ্রান্সের ক্লাব মোনাকোর মাঠে আলভারো নেগ্রেদোর গোলে ম্যাচের চতুর্থ মিনিটে এগিয়ে যায় ভালেন্সিয়া। ১৭তম মিনিটে সমতায় ফেরে মোনাকো। ৭৫তম মিনিটে এগিয়েও য়ায় তারা। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়লেও গ্রুপ পর্বের টিকেট আর পায়নি মোনাকো। 
 
এবারের চ্যাম্পিয়ন্স লিগে স্পেনের বাকি চারটি দল বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ ও সেভিয়া। গত মৌসুমের ইউরোপা লিগ জেতার কারণেই সেভিয়া সরাসরি গ্রুপ পর্বে খেলার সুযোগ পায়।   
 
চ্যাম্পিয়ন্স লিগে গত কয়েকটি মৌসুমে স্পেনের দলগুলোর জয়জয়কার চলছে। গত সাত মৌসুমে স্পেনের দুই ক্লাব বার্সেলোনা (৩টি) ও রিয়াল মাদ্রিদ (একটি) মিলে জেতে চারটি শিরোপা।