সাফের সেমিতে ভারতকে পেল বাংলাদেশের যুবারা

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের আরেকটি আসরে ফের ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতের বিপক্ষে বাংলাদেশের যুবাদের এবারের লড়াইটি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2015, 01:21 PM
Updated : 25 August 2015, 03:41 PM

নেপালের কাঠমান্ডুর এএনএফএ কমপ্লেক্সে মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারায় ভারতের যুবারা। টানা দুই জয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সেমি-ফাইনালে উঠেছে তারা। 
 
ভুটানকে ২-০ গোলে হারিয়ে আসর শুরু করা বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচে শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে স্বাগতিক নেপালের কাছে হেরে গ্রুপের রানার্সআপ হয়। 
 
ভারতের বিপক্ষে আগামী বৃহস্পতিবার ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে জনি-রোহিত-রাব্বীরা।
 
সাফ ফুটবল অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের সর্বশেষ আসরে ভারতকে দুইবার হারায় বাংলাদেশ। ভারতকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পর সিলেট জেলা স্টেডিয়ামের ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো প্রতিযোগিতাটির শিরোপা জেতে বাংলাদেশের কিশোররা।
 
একই দিনে অপর সেমি-ফাইনালে ‘বি’ গ্রুপের রানার্সআপ আফগানিস্তান ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন নেপালের মুখোমুখি হবে।