বার্সায় শুভসূচনার সন্তুষ্টি 

ন্যূনতম ব্যবধানে জয় পেলেও লিগের শুরুটা ভালোভাবে করতে পারায় সন্তুষ্ট বার্সেলোনা কোচ লুইস এনরিকে। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2015, 08:27 AM
Updated : 24 August 2015, 10:05 AM

আথলেতিক বিলবাওয়ের মাঠ সান মামেস থেকে রোববার ১-০ গোলের জয় নিয়ে ফেরে বার্সেলোনা। লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের জেতাতে গোলটি করেন উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেস। 
 
স্প্যানিশ সুপার কাপের প্রথম পর্বে এই সান মামেস থেকেই ৪-০ গোলে হেরে এসেছিল বার্সেলোনা। নিজেদের মাঠ কাম্প নউতে দ্বিতীয় পর্বে বিলবাওয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা। 
 
লিগে নিজেদের প্রথম ম্যাচের জয়ে সুপার কাপের প্রতিশোধও নেওয়া হলো এনরিকের দলের। কিন্তু বার্সেলোনা কোচ বিষয়টি সেভাবে দেখেন না। 
 
"আমি মনে করি, আমরা চ্যাম্পিয়নশিপের (লা লিগা) শুরুটা গত মৌসুমের মতোই করেছি।…সব মিলিয়ে আমি সন্তুষ্ট। আথলেতিকের চেয়ে অনেক বেশি সুযোগ তৈরি করেছি আমরা।"
 
বার্সেলোনার মাঝমাঠের অন্যতম ভরসা ইভান রাকিতিচও ম্যাচ শেষে কোচের কণ্ঠেই কণ্ঠ মেলান। 
 
"প্রাপ্য জয় পেয়ে আমরা খুব খশি। তিন পয়েন্ট নিয়ে লা লিগা মৌসুম শুরু করাটা গুরুত্বপূর্ণ ছিল এবং আমরা সেটাই করেছি। অভিযান সম্পন্ন।"