মালদ্বীপ হ্যান্ডবলের কোচ বাংলাদেশের আমজাদ

সাউথ এশিয়ান গেমসে মালদ্বীপ জাতীয় হ্যান্ডবল দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের আমজাদ হোসেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2015, 03:08 PM
Updated : 23 August 2015, 03:08 PM

নতুন দায়িত্ব ‍শুরুর জন্য রোববার সকালে মালদ্বীপের উদ্দেশে রওনা দেন বাংলাদেশের এই সাবেক হ্যান্ডবল খেলোয়াড়।
 
মালদ্বীপের কোচ হওয়া সম্পর্কে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আমজাদ বলেন, “জুলাই মাসে বংলাদেশে প্রীতি ম্যাচে অংশ নিতে আসা মালদ্বীপ দলের গোলরক্ষককে সাময়িক প্রশিক্ষণ দিই আমি। এসময় তারা আমাকে তাদের দলের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রস্তাব দেয়।” 
 
এসএ গেমসে মালদ্বীপ পুরুষ ও মহিলা দুইটি দলকেই প্রশিক্ষণ দিবেন বলে জানান আমজাদ। 
 
আগামী বছরের জানুয়ারির শেষ দিকে ভারতের গৌহাটিতে শুরু হবে দ্বাদশ সাউথ এশিয়ান গেমস। 
 
১৯৯২ সালে রাজারবাগ পুলিশ লাইন স্কুলের হয়ে প্রথম হ্যান্ডবল খেলা শুরু করেন আমজাদ। ২০০০ সাল থেকে ২০১১ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত গোলরক্ষক হিসেবে খেলেন তিনি।
 
২০১০ সালে দেশের মাটিতে সাউথ এশিয়ান গেমসে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক এবং পরবর্তীতে অধিনায়কেরও দায়িত্ব পালন করেন আমজাদ।
 
২০১২ সালে নেপালে ও ২০১৪ সালে পাকিস্তানে অনুষ্ঠিত ‘আইএইচএফ কন্টিনেন্টাল চ্যালেঞ্জ ট্রফিতে’ বাংলাদেশ যুব মহিলা দলের প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। 
 
এই দুই টুর্নামেন্টের মধ্যে নেপালে রানার্স আপ ও পাকিস্তানে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ যুব মহিলা হ্যান্ডবল দল। এই বছরের শুরুতে থাইল্যান্ডে অনুষ্ঠিত চ্যালেঞ্জ ট্রফিতে এশিয়া জোনের প্রতিযোগিতায়ও বাংলাদেশ দলের প্রশিক্ষক ছিলেন আমজাদ।