শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে আতলেতিকোর শুভসূচনা 

লিগ শিরোপা পুনরুদ্ধার অভিযানে শুভসূচনা করেছে আতলেতিকো মাদ্রিদ। প্রায় দেড় দশক পর লা লিগায় ফেরা লাস পালমাসকে একমাত্র গোলে হারিয়েছে ২০১৩-১৪ মৌসুমের চ্যাম্পিয়নরা। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2015, 08:46 PM
Updated : 22 August 2015, 08:46 PM

ভিসেন্তে কালদেরনে শনিবার রাতে আতলেতিকোর জয়ের নায়ক আন্তোনিও গ্রিজমান। ঘরের মাঠে ষষ্ঠদশ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন তিনি।
 
ফরাসি এই স্ট্রাইকারের ফ্রি কিক থেকে করা গোলটিতে কিছুটা ভাগ্যের স্পর্শও ছিল। ২৫ গজ দূর থেকে তার জোরালো শটে বল প্রতিপক্ষের এক খেলোয়াড়ের মাথায় লেগে দিক পাল্টে জালে জড়ায়। 
 
প্রথমার্ধের বাকি সময়েও প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখে আতলেতিকো। কয়েকটা সুযোগও তৈরি করেছিল, কিন্তু ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিকরা।
 
৫৮তম মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল ২০০১-০২ মৌসুমে শেষবার লা লিগায় খেলা পালমাস। কিন্তু ডিফেন্ডার দাভিদ সিমোনের ফ্রি কিক ক্রসবারে লাগে।
 
শেষ দিকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল আতলেতিকোও। কিন্তু স্প্যানিশ মিডফিল্ডার কোকের প্রচেষ্টা পোস্টে লাগলে ১-০ ব্যবধানে জয়েই সন্তুষ্ট থাকতে হয় দিয়েগো সিমেওনের দলকে।