চেলসিতেও শিরোপা জিততে চান পেদ্রো

কথা পাকা হয়ে গিয়েছিল আগেই। এবার চুক্তিতে সই করে চেলসির হয়ে গেছেন পেদ্রো রদ্রিগেস। স্ট্যামফোর্ড ব্রিজে পৌঁছে স্পেনের এই ফরোয়ার্ড জানিয়েছেন, শিরোপা জয়ের ধারা বজায় রাখতে চান তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2015, 02:23 PM
Updated : 20 August 2015, 02:23 PM

পেদ্রোর সঙ্গে চার বছরের চুক্তির কথা বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে জানায় চেলসি। ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের জন্য ২ কোটি ১০ লাখ পাউন্ড খরচ করতে হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের।   

চেলসিতে যোগ দিতে পেরে দারুণ রোমাঞ্চিত পেদ্রো।

“এখানে আসতে পেরে আমি খুব খুশি। ...এখানে আমি শিরোপা জয়ের ধারায় থাকতে এসেছি।”

ইংল্যান্ডের আরেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও স্প্যানিশ এই ফরোয়ার্ডকে দলে নিতে আগ্রহী ছিল। কিন্তু গত বুধবার চেলসি পেদ্রোকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে ফেলেছিল।

এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে চেলসিতে যোগ দেওয়া দ্বিতীয় খেলোয়াড় পেদ্রো। এর আগে ঘানার ডিফেন্ডার বাবা রহমানকে দলে নেয় স্ট্যামফোর্ড ব্রিজের দলটি।

বার্সেলোনার জার্সিতে ২০০৮ সালে অভিষেকের পর এ পর্যন্ত ৩২৬ ম্যাচ খেলে ৯৯ গোল করেন পেদ্রো। গত মৌসুমে ক্লাবটির হয়ে ৫০ ম্যাচ খেলেন এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় শিরোপা জেতেন তিনি।

স্পেনের হয়ে বিশ্বকাপ ও ইউরো জেতা পেদ্রো গত সপ্তাহে উয়েফা সুপার কাপে বার্সেলোনার জয়সূচক গোলটি করেন।