আউডি কাপের ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ বায়ার্ন

মৌসুম শুরুর আগে প্রস্তুতিমূলক টুর্নামেন্ট আউডি কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। ইতালির ক্লাব এসি মিলানকে হারিয়ে ফাইনালে উঠেছে জার্মান চ্যাম্পিয়নরা। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2015, 07:10 AM
Updated : 5 August 2015, 07:34 AM

মিউনিখে নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় মঙ্গলবার এসি মিলানকে ৩-০ গোলে হারায় পেপ গার্দিওলার দল। 
 
শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া বায়ার্ন এগিয়ে যায় ২৪তম মিনিটে। স্পেনের ডিফেন্ডার হুয়ান বের্নাতের শট মিলানের ডিফেন্ডার ক্রিস্তিয়ান সাপাতার গায়ে লেগে জালে জড়ায়। 
 

এ মৌসুমেই বায়ার্নে নাম লেখানো আর্তুরো ভিদাল ও দগলাস কস্তা মিলানের রক্ষণে বেশ আতঙ্ক ছড়ান। তবে দ্বিতীয় গোল পেতে ৭৪তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় বায়ার্নকে।
মারিও গোটসে ব্যবধান দ্বিগুণ করেন। আর ৮৫তম মিনিটে দলের তৃতীয় গোলটি করেন পোলিশ ফরোয়ার্ড লেভানদোভস্কি। 
এর আগে একই মাঠে হামেস রদ্রিগেস ও গ্যারেথ বেলের গোলে ইংল্যান্ডের ক্লাব টটেনহ্যাম হটস্পারকে ২-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে স্পেনের সফলতম দল রিয়াল। 
বায়ার্নের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় টুর্নামেন্টের ফাইনাল হবে বুধবার রাতে।