নিষিদ্ধ হলো ফরাশগঞ্জ

রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে খেলতে অস্বীকৃতি জানানোয় ফরাশগঞ্জকে দুই মৌসুমের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2015, 05:40 AM
Updated : 5 August 2015, 05:40 AM

মঙ্গলবার রাতে বাফুফের ডিসিপ্লিনারি কমিটির সভায় ফরাশগঞ্জকে চলতি প্রিমিয়ার লিগ ও আগামী বছর প্রিমিয়ার লিগে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়।

ফরাশগঞ্জকে পাঁচ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। লিগে অংশ নেওয়ার জন্য বাফুফের কাছ থেকে নেয়া ১৩ লাখ টাকাও ফেরত দিতে হবে।

সোমবার প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগে শেখ রাসেল-ফরাশগঞ্জের পণ্ড হওয়া ম্যাচটি নিয়ে পরের দিন রাতে এই সভা বসে। তবে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে সভায় নেওয়া সিদ্ধান্তের কথা জানানো হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক বাফুফের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফোনে ফরাশগঞ্জের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তের কথা স্বীকার করে জানান, বুধবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

গত সোমবার শেখ রাসেলের বিপক্ষে ম্যাচের ১৩ মিনিট চলার পর রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ জানিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান ফরাশগঞ্জের খেলোয়াড়েরা।