অনুশীলনে ফিরে খুশি মেসি

ছুটি কাটিয়ে আবার অনুশীলনে ফিরে দারুণ উচ্ছ্বসিত বার্সেলোনার সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2015, 11:39 AM
Updated : 2 August 2015, 09:54 AM

মৌসুম শেষে লম্বা ছুটি পান বার্সেলোনার খেলোয়াড়রা। আর্জেন্টিনা অধিনায়ক মেসি অবশ্য তার জন্য নির্ধারিত ছুটি শেষ হওয়ার আগেই কাম্প নউতে ফেরেন। 
 
কাম্প নউতে ফেরার পর মেসি-নেইমারদের মেডিকেল পরীক্ষাও হয়ে গেছে। শুক্রবার পুরোদমে অনুশীলনও শুরু করবেন তারা। 
 
প্রথম দিনের অনুশীলন শেষে ফেইসবুকে নেইমারের সঙ্গে নিজের একটি ছবি দিয়ে মেসি তার আনন্দের কথা জানান। 
 
“আবার একে অপরকে দেখতে পাওয়াটা দারুণ।”
 
এর আগে ক্লাবে ফিরে নতুন মৌসুমে ভালো কিছু পাওয়ার প্রত্যাশার কথা জানিয়েছিলেন মেসি। 
 
২৩ অগাস্ট আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে স্পেনের লা লিগা অভিযান শুরু হবে বার্সেলোনার। এর আগে আরও পাঁচটি ম্যাচ খেলবে বার্সেলোনা। 
 
আগামী রোববার ইতালির ফ্লোরেন্সে ফিওরেন্তিনার বিপক্ষে খেলবে এনরিকের দল। এরপর আগামী বুধবার কাম্প নউতে জন গাম্পার ট্রফির ম্যাচ আছে তাদের। 
 
এই দুটি ম্যাচের পর জর্জিয়ায় উয়েফা সুপার কাপে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী বার্সেলোনা খেলবে ইউরোপা কাপ চ্যাম্পিয়ন স্পেনের আরেক ক্লাব সেভিয়ার বিপক্ষে। 
 
এরপর আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপে খেলবে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা। দুই পর্বের এই প্রতিযোগিতার প্রথম ম্যাচটি হবে বিলবাওয়ে, দ্বিতীয়টি হবে কাম্প নউতে।