বার্সেলোনার তুরানের গোড়ালির চোট 

নতুন মৌসুমে প্রতিযোগিতামূলক লড়াইয়ে মাঠে নামার আগেই চোটে পড়েছেন বার্সেলোনার আর্দা তুরান। গোড়ালির গাঁটে ব্যথা পেয়েছেন তুরস্কের এই আক্রমণাত্মক মিডফিল্ডার। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2015, 12:45 PM
Updated : 31 July 2015, 12:45 PM

এ মাসের প্রথম সপ্তাহে আতলেতিকো মাদ্রিদ থেকে বার্সেলোনায় যোগ দেওয়া তুরান শুক্রবার অনুশীলনে চোট পান। 
 
তুরস্কের এই ফুটবলারের চোট কতটা গুরুতর, সে বিষয়ে এখনও কিছু জানায়নি বার্সেলোনা। কতদিনের মধ্যে তিনি মাঠে ফিরতে পারবেন, পরীক্ষার পরই তা বলা যাবে বলে ক্লাবটি তাদের ওয়েবসাইটে জানায়।
 
এদিকে, মৌসুম শেষের লম্বা ছুটি কাটিয়ে বৃহস্পতিবার দলে যোগ দেওয়া লিওনেল মেসি ও নেইমাররা অনুশীলন শুরু করেছেন। এ দিনের অনুশীলনে আরও ছিলেন আর্জেন্টিনার তারকা মেসির স্বদেশি হাভিয়ের মাসচেরানো ও ব্রাজিলের নেইমারের জাতীয় দল সতীর্থ দানি আলভেস। 
 
আগামী ২৩ অগাস্ট আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে স্পেনের শীর্ষ লিগ লা লিগার শিরোপা ধরে রাখার অভিযান শুরু হবে বার্সেলোনার। এর আগে আরও পাঁচটি ম্যাচ খেলবে গত মৌসুমে 'ট্রেবল' জেতা দলটি। 
 
আগামী রোববার ইতালির ফ্লোরেন্সে ফিওরেন্তিনার বিপক্ষে খেলবে এনরিকের দল। এরপর আগামী বুধবার কাম্প নউতে জন গাম্পার ট্রফির ম্যাচ আছে তাদের। 
 
এই দুটি ম্যাচের পর জর্জিয়ায় উয়েফা সুপার কাপে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী বার্সেলোনা খেলবে ইউরোপা কাপ চ্যাম্পিয়ন স্পেনের আরেক ক্লাব সেভিয়ার বিপক্ষে। 
 
এরপর আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপে খেলবে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা। দুই পর্বের এই প্রতিযোগিতার প্রথম ম্যাচটি হবে বিলবাওয়ে, দ্বিতীয়টি হবে কাম্প নউতে।