ডেনমার্কে আর্চারিতে তৃতীয় রাউন্ডে বাংলাদেশের সানা

ডেনমার্কের কোপেনহেগেনে ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপের কোয়ালিফিকেশনে খুব একটা ভালো না করলেও এলিমিনেশন রাউন্ডে এগিয়ে চলেছেন মোহাম্মদ সানা। পুরুষ রিকার্ভ বিভাগে দুই ধাপ পেরিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন বাংলাদেশের এই আর্চার।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2015, 03:39 PM
Updated : 29 July 2015, 03:39 PM

এলিমিনেশন রাউন্ডে বুধবার প্রথম ধাপে উত্তর কোরিয়ার পাক ইয়োংওনকে ৭-৩ সেট পয়েন্টে হারান সানা। একই দিনে পরের ধাপে কোয়ালিফিকেশন রাউন্ডে ৮১তম হওয়া সার্বিয়া লুকা পোপোভিচের বিপক্ষে ৬-২ ব্যবধানে জেতেন তিনি।
 
তৃতীয় ধাপে কঠিন লড়াইয়েই নামতে হবে সানাকে। কোয়ালিফিকেশন রাউন্ডে শীর্ষে থাকা ইতালির মাউরো নেসপলির বিপক্ষে খেলবেন বাংলাদেশের এই আর্চার।
 
কোয়ালিফিকেশন রাউন্ডে এই আসরে অংশ নেওয়া বাংলাদেশের আর্চারদের মধ্যে সর্বোচ্চ স্কোর গড়েছিলেন সানা; ৬৪৩ স্কোর নিয়ে ৩৩তম হয়ে এলিমিনেশন রাউন্ডে খেলার টিকেট পান তিনি।
 
সানা সাফল্য পেলেও মেয়েদের রিকার্ভ বিভাগে হতাশ করেছেন শ্যামলী রায়। এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে জাপানের নাগামিনে নেমাতির কাছে ৭-৩ ব্যবধানে হেরে ছিটকে পড়েছেন তিনি।