হার নিয়ে হতাশা নেই বার্সায় 

মৌসুম শুরুর আগের প্রস্তুতিমূলক টুর্নামেন্টে শুরুটা ভালো করলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বার্সেলোনা। তাদের টানা দুই ম্যাচে হার সমর্থকদের ভাবিয়ে তোলার জন্য যথেষ্ট। দলটির কোচ লুইস এনরিকে অবশ্য তাতে মোটেও চিন্তিত নন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2015, 11:49 AM
Updated : 29 July 2015, 11:49 AM

নতুন মৌসুমে প্রতিযোগিতামূলক লড়াইয়ে মাঠে নামার আগে বড় দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ পেয়েই খুশি বার্সেলোনার কোচ। 
 
মৌসুম শুরুর আগে যুক্তরাষ্ট্রে প্রস্তুতিমূলক প্রীতি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে নিজেদের প্রথম ম্যাচে এলএ গ্যালাক্সির বিপক্ষে ২-১ গোলে জিতেছিল বার্সেলোনা। তবে দ্বিতীয় ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ৩-১ গোলে হেরে যায় তারা। আর এবার চেলসির কাছে টাইব্রেকারে ৪-২ গোলে হারল এনরিকের দল।
 
চেলসির বিপক্ষে বাংলাদেশ সময় বুধবার সকালে হওয়া ম্যাচ শেষে 'খুশি মনে' বাড়ি ফেরার প্রসঙ্গে বলতে গিয়ে যুক্তরাষ্ট্রের মানুষদের সমর্থন পাওয়ার কথাটাও বিশেষভাবে উল্লেখ করেন এনরিকে। 
 
"মানসম্পন্ন প্রতিপক্ষের সঙ্গে যথেষ্ট খেলতে পেরেছি। আমরা অনেক মানুষের সমর্থন পেয়েছি…খুশি মনেই আমরা বাড়ি ফিরব।"
 
দলের দুই সেরা খেলোয়াড় লিওনেল মেসি ও নেইমারকে এই টুর্নামেন্টে বিশ্রাম দিয়েছে বার্সেলোনা। 
 
এই প্রতিযোগিতায় নিজেদের শেষ ম্যাচে আগামী রোববার ইতালির ক্লাব ফিওরেন্তিনার বিপক্ষে খেলবে বার্সেলোনা। ম্যাচটি হবে ইতালির ফ্লোরেন্সে।