সাংবাদিককে ঘুষি মারায় বরখাস্ত মেক্সিকোর কোচ

সদ্যই মেক্সিকোকে কনকাকাফ গোল্ড কাপের শিরোপা জেতানো কোচ মিগুয়েল এর্রেরাকে বরখাস্ত করেছে দেশটির ফুটবল ফেডারেশন। মেজাজ হারিয়ে এক সাংবাদিককে ঘুষি মারার কারণেই এই পরিণতি হয়েছে তার। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2015, 06:11 AM
Updated : 29 July 2015, 06:11 AM

এক সংবাদ সম্মেলনে গত মঙ্গলবার এর্রেরাকে বরখাস্ত করার ঘোষণা দেন মেক্সিকোর ফুটবল ফেডারেশনের সভাপতি দেচিও দে মারিয়া। 
 
মেক্সিকোর টিভি আজতেকার ক্রীড়া প্রতিবেদক ক্রিস্তিয়ান মার্তিনোলিকে গত সোমবার ঘুষি মেরেছিলেন এর্রেরা। 
 

কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকে মেক্সিকোর বিদায় নেওয়ার কঠোর সমালোচনা করেছিলেন আজতেকার এই প্রতিবেদক। এরপর গোল্ড কাপেও মেক্সিকোর পারফরম্যান্স নিয়ে সমালোচনা করেন তিনি। 
ভালো ফুটবল উপহার দিতে না পারলেও জ্যামাইকাকে ৩-১ গোলে হারিয়ে গোল্ড কাপের শিরোপা জেতে মেক্সিকো। চ্যাম্পিয়ন হয়ে সোমবার দেশে ফেরার সময় ফিলাডেলফিয়া বিমানবন্দরে ঘুষি মারার ঘটনাটি ঘটান এর্রেরা। 
মার্তিনোলি জানান, এর্রেরা প্রথমে তাকে হুমকি দেন। এরপর ঘাড়ে আঘাত করেন।
বিষয়টির জন্য ২০১৩ সালে মেক্সিকোর দায়িত্ব নেওয়া এর্রেরা ক্ষমা চেয়েছেন বলে জানান মেক্সিকোর ফুটবল ফেডারেশনের সভাপতি।