কোয়ালিফিকেশন রাউন্ডে পিছিয়ে বাংলাদেশের আর্চাররা

ডেনমার্কের কোপেনহেগেনে ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপের কোয়ালিফিকেশন রাউন্ড বা র‌্যাঙ্কিং রাউন্ডে তেমন ভালো করেননি বাংলাদেশের পুরুষ ও মহিলা আর্চাররা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2015, 06:26 PM
Updated : 27 July 2015, 06:26 PM

সোমবার কোয়ালিফিকেশন রাউন্ডে পুরুষদের রিকার্ভ ডিভিশনে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬৪৩ স্কোর করেন মোহাম্মদ রুমান সানা; ৭২০ জনের মধ্যে ৩৩তম হয়েছেন তিনি।
 
এই বিভাগে ৭২০ স্কোরের মধ্যে বাংলাদেশের শেখ সজিব ৬০৩ স্কোর গড়ে ১৪৬তম ও মোহাম্মদ ইমদাদুল হক মিলন ৫৬৯ স্কোর নিয়ে ১৬৫তম স্থানে থেকে কোয়ালিফিকেশন রাউন্ড শেষ করেছেন।
 
পুরুষ কম্পাউন্ড ডিভিশনের কোয়ালিফিকেশনে ৬২৪ স্কোর নিয়ে ১০৯তম স্থানে আছেন সুমন কুমার দাস। বাকি দুই আর্চার রামকৃষ্ণ সাহা (৬২১ স্কোর) ১১০তম আর মোহাম্মদ আলিউল ইসলাম (৬০৮ স্কোর) ১১৯ জনের মধ্যে আছেন ১১৩তম স্থানে।  
 
মেয়েদের রিকার্ভ বিভাগে ৬১৫ স্কোর গড়ে ১৫৭ জন আর্চারের মধ্যে ৮১তম হয়েছেন শ্যামলী রায়। মাথুই প্রু মারমা ৫৯৮ স্কোর গড়ে ১১১তম স্থানে রয়েছেন।
 
মেয়েদের কম্পাউন্ড ডিভিশনের কোয়ালিফিকেশন রাউন্ডে নিজেকে মেলে ধরতে পারেননি সুস্মিতা বণিক। ৬৩০ স্কোর নিয়ে ৯৭ জনের মধ্যে ৯৩তম হয়েছেন তিনি।