অলিম্পিকে খেলতে চান নেইমার

বার্সেলোনাকে নিজের একটি ইচ্ছের কথা জানিয়ে রেখেছেন নেইমার। ২০১৬ সালে দেশের মাটির অলিম্পিক গেমস ফুটবলে খেলতে চান ব্রাজিলের তারকা। একই বছরে কোপা আমেরিকার শতবার্ষিকী উপলক্ষে আয়োজন করা টুর্নামেন্টেও থাকতে চান বার্সেলোনার ফরোয়ার্ড। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2015, 04:22 PM
Updated : 27 July 2015, 04:22 PM

নেইমারের ক্লাব বার্সেলোনা বর্তমানে মৌসুম শুরুর আগে প্রস্তুতিমূলক টুর্নামেন্ট খেলতে যুক্তরাষ্ট্রে রয়েছে। নেইমার অবশ্য এখনও ছুটি কাটাচ্ছেন। গ্লোবোর টিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি রিওতে অলিম্পিক গেমসে অংশ নিতে চাই এবং কোপা আমেরিকাতেও খেলতে চাই।”
আগামী বছর ব্রাজিলের রিও দে জেনেইরোতে ৫ অগাস্ট শুরু হবে অলিম্পিক গেমসের আসর। আর তা শেষ হবে ২১ অগাস্ট। 
 
এর আগেই বসবে কোপা আমেরিকার বিশেষ আসর। যুক্তরাষ্ট্রে আগামী বছরের ৩ জুন শুরু হয়ে কোপা আমেরিকার আসরটি শেষ হবে ২৬ জুন। 
 
নেইমার তার ক্যারিয়ারে দুটি কোপা আমেরিকা খেললেও এখনও শিরোপায় চুমো আঁকতে পারেননি। ২০১১ সালে কোপা আমেরিকায় তার অভিষেকের বছর কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেয় ব্রাজিল।
 

চিলিতে কোপা আমেরিকার এবারের আসরেও কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নেয় ব্রাজিল। গ্রুপ পর্বে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ শেষে অখেলোয়াড়সুলভ আচরণ করায় ৪ ম্যাচের জন্য নিষিদ্ধ হন নেইমার। বার্সেলোনা তারকার কোপা আমেরিকা অভিযানও শেষ হয়ে যায় তাতে।
অলিম্পিকে নেইমার এখন পর্যন্ত একবারই খেলেন। লন্ডনে ২০১২ সালের সেই আসরে ফাইনালে মেক্সিকোর কাছে হেরে যায় ব্রাজিল।
পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিলের এখনও অলিম্পিক সোনা জেতা হয়নি। ১৯৮৪ ও ১৯৮৮ সালেও রানার্সআপ হয়েছিল তারা।
অলিম্পিকে ফুটবলে একটি সোনা জয়ের আক্ষেপ ব্রাজিলের তাই বহু বছরের। তা ঘোঁচাতেই হয়তো অলিম্পিক খেলতে চান নেইমার।