রোনালদোকে প্রয়োজন ম্যানচেস্টার ইউনাইটেডের

ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকদের মনের কথা বুঝতে পারেন ক্লাবটির কোচ লুইস ফন গাল। কিন্তু রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ-বড় এই দলগুলোর সঙ্গে সমানে সমান লড়াই করার জন্য ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির ক্রিস্তিয়ানো রোনালদোকে প্রয়োজন বলে উল্লেখ করেছেন ডাচ এই কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2015, 11:50 AM
Updated : 27 July 2015, 11:50 AM

পর্তুগালের ক্লাব স্পোর্তিং লিসবন থেকে ২০০৩ সালে ইউনাইটেডে নাম লিখিয়েছিলেন রোনালদো। এরপর ওল্ড ট্র্যাফোর্ডে দারুণ ছয়টি মৌসুম কাটান পর্তুগালের তারকা ফরোয়ার্ড।

ইউনাইটেডের হয়ে এই ছয় মৌসুমে ২৯২ ম্যাচ খেলে ১১৮ গোল করেন তিনি।

রোনালদো এরপর পাড়ি জমান রিয়াল মাদ্রিদে। সান্তিয়াগো বের্নাবেউতেও দারুণ সময় কাটছে তার। রিয়ালের হয়ে এ পর্যন্ত ৩১৩টি গোল করেন তিনি।

ইউনাইটেড সমর্থকরা চায় তাদের দল রিয়াল, বার্সেলোনা, বায়ার্নের সঙ্গে সমানে সমান লড়ুক। কিন্তু রোনালদোর মতো একজন খেলোয়াড় দলে না থাকলে এটা খুব কঠিন বলেই মানেন ফন গাল।

ইউনাইটেডের সমর্থকরা যে রোনালদোকে আবার চায় সেটা উল্লেখ করে ফন গাল বলেন, “সে অসাধারণ এক খেলোয়াড়। আমি তাকে পছন্দ করি।”

দল সম্পূর্ণ করতে রোনালদোর মতো খেলোয়াড় দরকার কিনা জানতে চাইলে ফান গাল বলেন, “অবশ্যই”।

রোনালদোকে পছন্দ যেমন করেন, তেমনি দলে পেতেও আগ্রহ আছে ফন গালের। তবে তিনি এটাও জানেন তাকে আবার ইউনাইটেডে পাওয়া সহজ নয়।

বৃটিশ গণমাধ্যমের খবর অনুযায়ী রোনালদোকে দলে নিতে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে পাল্লা দিচ্ছে ফ্রান্সের চ্যাম্পিয়ন পিএসজি।