ম্যান ইউতে আর্জেন্টিনার গোলরক্ষক

ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লিখিয়েছেন আর্জেন্টিনার গোলরক্ষক সের্হিও রোমেরো। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2015, 07:33 AM
Updated : 27 July 2015, 08:57 AM

এজেড আল্কমার ও সাম্পদোরিয়ার সাবেক গোলরক্ষকের সঙ্গে তিন বছরের জন্য চুক্তির বিষয়টি সোমবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে ইউনাইটেড। 
 
স্পেনের গোলরক্ষক দাভিদ দে হেয়া ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি ছেড়ে রিয়াল মাদ্রিদে চলে যেতে পারেন বলে গত অনেক দিন ধরেই গুঞ্জন চলছে। বিষয়টি মাথায় রেখেই রোমেরোকে দলে টানার কথা জানান ইউনাইটেডের কোচ লুইস ফন গাল। 
 
এজেড আল্কমারে রোমেরোর কোচ ছিলেন ফন গাল। সেই দেখা থেকেই ডাচ এই কোচ বিশ্বাস করেন, রোমেরো তাদের চাওয়া পূরণ করতে পারবেন। 
 

চুক্তির মেয়াদ শেষে সাম্পদোরিয়া ছাড়ার পর ২৮ বছর বয়সী রোমেরো ক্লাবহীনই ছিলেন। ইউনাইটেডে নাম লেখাতে পেরে দারুণ খুশি গত বিশ্বকাপের সেমি-ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে পেনাল্টি ঠেকিয়ে আর্জেন্টিনাকে ফাইনালে তোলা রোমেরো। 
"বিশ্বের সবচেয়ে বড় ক্লাবের হয়ে খেলতে পারাটা হবে আমার একটি স্বপ্ন পূরণ।"