গোল্ড কাপের শিরোপা মেক্সিকোর

জ্যামাইকাকে হারিয়ে কনকাকাফ গোল্ড কাপের শিরোপা জিতেছে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল মেক্সিকো। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2015, 07:07 AM
Updated : 27 July 2015, 07:08 AM

প্রথমবারের মতো গোল্ড কাপের ফাইনাল খেলতে আসা জ্যামাইকার বিপক্ষে রোববার ফিলাডেলফিয়াতে মেক্সিকোর জয়টি ৩-১ গোলের। এই নিয়ে দশমবারের মতো কনকাকাফ গোল্ড কাপের শিরোপা জিতল তারা। 
 
শুরুটা ভালোই করেছিল জ্যামাইকা। তবে মিনিট দশেক পরেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় মেক্সিকো। ৩১তম মিনিটে আন্দ্রেস গুয়ার্দাদোর গোলে এগিয়ে যায় তারা। 
 
টুর্নামেন্টে গুয়ার্দাদোর এটি ষষ্ঠ গোল। তার চেয়ে এক গোল বেশি নিয়ে গোল্ডেন বুট জেতেন সেমি-ফাইনাল থেকে ছিটকে পড়া যুক্তরাষ্ট্রের ক্লিন্ট ডেম্পসি। তবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জেতেন গুয়ার্দাদোই। 
 

মেক্সিকো পরের দুটি গোল পায় মূলত জ্যামাইকার ডিফেন্ডার মাইকেল হেক্টরের ভুলের কারণে। 
হেক্টরের থেকে বল কেড়ে নিয়ে ৪৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হেসুস করোনা। আর ৬১তম মিনিটে নিজেদের গোলের সামনে থেকে বল বিপদমুক্ত করতে ব্যর্থ হন হেক্টর। এর সুযোগ নিয়ে ওরিবে পেরালতা ব্যবধান ৩-০ করেন। 
জ্যামাইকার হারের ব্যবধান কমানো গোলটি ৮০তম মিনিটে করেন ড্যারেন ম্যাটকস।